স্বাগতম হে রমজান!

লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ১৭ জুন, ২০১৩, ১০:২৯:৩০ সকাল

রমযান মাস। মহান আল্লাহর এক অপার নিয়ামত। গোটা মুসলিম উম্মাহ দীর্ঘ একবছর ধরে তীর্থের কাকের ন্যায় অধীর আগ্রহে প্রতিক্ষার প্রহর গুনতে থাকে এ মাসের। স্বাগতম জানাতে তাকে । সানুরাগে বরণ করতে রবের পক্ষ থেকে আসা ত্রিশটি মেহমানকে। প্রতিটি মুমিন কেন যেন আকুল হয়ে পড়ে রমযানে উপনীত হতে। কেউ বা রমযান কাটিয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে ইহধাম ত্যাগ করতেও প্রস্তুত। তাইতো বছরের ছয়মাস ধরে আকুতি পেশ করতে থাকে রবের দরবারে এ মাসে উপনীত হবার। আবার পরবর্তী ছয় মাস ব্যাপী মিনতি জানায় ইবাদত কবুলের।

বিষয় সূচিঃ 

রমযানকে স্বাগতম জানানোর রহস্য

রমযানের প্রকৃত অভ্যর্থনা কি?

রাসূল (সাঃ) কিভাবে রমযানকে স্বাগত জানাতেন?

সাহাবীদের (সলফ সালেহীন) জীবনে রমযানের আগমন

অদৃশ্য জগতে রমযানকে অভ্যর্থনা

রমযানের তাৎপর্য পরিপন্থী ভোগ বিলাস

বর্তমান প্রেক্ষাপটে রমযানের প্রস্তুতি ও অভ্যর্থনার সরূপ

Click this link

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File