সালাতের খুশু এবং বাস্তব জীবনে এর প্রভাব

লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ১৬ জুন, ২০১৩, ০৮:২৭:১৯ রাত

আল-কুরআনের কয়েকটি আয়াতে এসেছে নামায অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে এবং খুশু সম্পন্ন নামাযী মানুষেরা সফলকাম। কিন্তু বাস্তবে এর বিপরীত দেখা যাচ্ছে। লোকেরা নামায পড়ে কিন্তু এই নামাযের কোন প্রভাব তার জীবনে নেই। তাই প্রশ্ন জন্মে যে আল-কুরআনের ভাষ্যগুলোর বাস্তবতা কী? কোন ধরনের নামায মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে এবং নামাযী মানুষেরা কিভাবে সফলকাম হবে? ইত্যাদি। এমন প্রশ্নের উত্তর সম্বলিত এবং নামাযের খুশুর সঠিক ব্যাখ্যা ও বাস্তব জীবনে নামাযের প্রভাব সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আশা করি প্রশিক্ষক- প্রশিক্ষ্ণার্থী, বক্তা – শ্রোতা সকল পর্যায়ের ভাই ও বোনেরা এই প্রজেন্টেশন থেকে উপকৃত হবেন

Click this link

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File