অবৈধ নারীকে স্পর্শ করা মাথায় লৌহদণ্ডের আঘাত চাইতেও মারাত্নক

লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:০৬:২৯ সকাল

রাসূল (সাঃ) বলেন, তোমাদের কেউ অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে তার মাথায় লোহার সুঁই দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া উত্তম। [তাবারানী, বায়হাকী- সহীহ]



অর্থাৎ- পর নারীকে স্পর্শ করা খুব জঘন্যতম অপরাধ। এর শাস্তি এতই মারাত্নক যে কারো মাথায় লৌহ দন্ড ঢুকিয়ে আঘাত করলে যে কষ্ট হবে তাও স্পর্শ করার শাস্তির চাইতে কম কষ্টকর। অন্যকথায় পরনারীকে হাত কিংবা অন্য কোন অঙ্গ দিয়ে শুধুমাত্র স্পর্শ করলে পরকালে তাঁকে মাথায় লৌহ দন্ড ঢুকিয়ে শাস্তি দেয়া থেকেও বেশী কষ্টকর শাস্তি দেয়া হবে। একজন যুবকের বান্ধবী, দোকানের নারী বিক্রেতা, অফিসের নারী কর্মকর্তা কিংবা কলিগের সাথে লেনদেনে এমন ধরনের অপরাধ প্রায়ই ঘটে যায়। প্রয়োজনের সময়ে অসতর্কতার কারণে হয়ে গেলে আল্লাহ্‌ ক্ষমা করতে পারেন। কিন্তু যদি এমন আদান-প্রদানে বেশী উৎসাহ থাকে কিংবা ইচ্ছা করে স্পর্শ করে প্রবৃত্তির বাসনাকে কেউ পূরণ করে তাহলে এর শাস্তি হবে চরম ভয়াবহ। দুনিয়াতে কেউ একাকী অবস্থায় এমন করতে চাইলেও যদি অন্যজন দেখলে লজ্জা হবে এমন ভয়ে বিরত থাকতে পারে। অধিকন্তু যদি তাকে দেখে দুনিয়াতেই সামান্য কিছু শায়েস্তা করার ব্যবস্থা করা হয় তাহলে সে অবশ্যই এমন কাজ জীবনেও করবেনা। তাই আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে যুবক ভাইদের সতর্ক থাকা উচিত।

বিষয়: বিবিধ

১৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File