ঈমানের পরীক্ষা

লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ০৫ মার্চ, ২০১৩, ০৭:৩৩:২৬ সকাল

জীবনের বাহ্যিক ও আভ্যন্তরীন সকল ক্ষেত্রে আল্লাহর বিধি বিধান, আদেশ , নিষেধ, পছন্দ অপছন্দ মেনে চলার অংগীকারের নাম হচ্ছে ঈমান। আল্লাহর দাসত্ব গ্রহণ করার ঘোষণার নামই হলো ঈমান।যুগে যুগে যারাই এই ঈমানের ঘোষণা দিয়েছেন, তাদেরকেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তায়ালার ইচ্ছা তাঁর প্রকৃত বান্দাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করে যাচাই বাছাই করা। যারা এ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকেই আল্লাহ তায়ালা পরকালের চূড়ান্ত সফলতার সুসংবাদ দান করেছেন।সূতরাং একজন প্রকৃত ঈমানদার হতে হলে তাকে অবশ্যই কোন না কোন কঠিন বাধা ও পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং যারা বাধাকে পায়ে দলে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকে, মূলত তারাই প্রকৃত ঈমানের পরিচয় বহন করে। এ প্রসংগে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন ," মানুষেরা কি মনে করেছে যে, আমরা ঈমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না? আর আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহ তা অবশ্যই জেনে নিবেন।" (সূরা আল আনকাবুত :২-৩) আল্লাহ তায়ালা অন্যত্র ঘোষণা করেছেন,"আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের. যখন তারা বিপদে পড়ে, তখন বলে: নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব।" (সূরা আল বাকারাঃ১৫৫-১৫৬) পবিত্র কুরআনে আরও অনেক জায়গায় ঈমানের পরীক্ষার কথা বলা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরিক হয়ে হক বাতিলের দ্বন্দ সংগ্রামের মাধ্যমেই প্রকৃত ঈমানদার বাছাই হয়। সূতরাং আমরা যারা ঈমানদার বলে দাবি করি. তাদের সকল বাধা জুলুম নির্যাতন বিপদ মুসিবত উপেক্ষা করে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে মজবুতভাবে টিকে থাকতে হবে। অন্যথায় আখেরাতের ভয়াবহ পরিনতির জন্য তৈরী থাকতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তার দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমীন।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File