শিশুর চরিত্র গঠনে ইসলামের দৃষ্টিভঙ্গি

লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ২০ আগস্ট, ২০১৩, ০৭:৫৬:৩৫ সকাল

শিশুরাই আগামী দিনের কর্ণধার। কাজেই আদর্শ সমাজ ও উন্নত পরিবেশ গঠন করতে হলে শিশুরা কেমন করে উন্নত চরিত্রের অধিকারী হতে পারে সে বিষয়ের প্রতি মনোযোগী হওয়া দরকার। শিশুদেরকে আদর্শ চরিত্রবানরুপে গড়ে তুলতে না পারলে শুধু সে নিজেই ক্ষতিগ্রস্হ হয় না, বরং এ ক্ষতির প্রভাব ব্যক্তি, পরিবার, সমাজ,রাষ্ট্র ইত্যাদির উপর পরিব্যাপ্ত হয়ে সকলের জন্য বিরাট অকল্যাণ ডেকে আনে।এ কারণেই কুরআন ও হাদীসে শিশুদের চরিত্র গঠনের ব্যাপারে জোর তাকীদ দেয়া হয়েছে।নবী করীম (সঃ) বলেছেনঃ পিতামাতা সন্তানকে ভাল আদব কায়দা ও স্বভাব চরিত্র শিক্ষাদান অপেক্ষা উত্তম কোন দান দিতে পারে না।শিশুর চরিত্র গঠন কিভাবে করতে হবে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সূরা লোকমানের ১৩নং থেকে ১৯ নং আয়াতসমূহে পুত্রের প্রতি হযরত লোকমানের নসীহত তুলে ধরে আমাদের সন্তানদেরকে সেইভাবে গড়ে তোলার শিক্ষা দিয়েছেন।নসীহতের প্রথমেই শিরক পরিহার করে তাওহীদ তথা আল্লাহর একত্বের বিশ্বাস মনের মধ্যে স্হায়ী করার নির্দেশ রয়েছে।সেই সাথে আল্লাহ তায়ালার ইলম ও কুদরতের ব্যাপকতা ও সূক্ষ্নাতিসূক্ষ্নের অকাট্য বর্ণনা পেশ করা হয়েছে। আল্লাহ সম্পর্কে এ আকীদা মানুষকে সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে।আকীদার ক্ষেত্রে তাওহীদ যেমন মূল,আমলের ক্ষেত্রে নামায হচ্ছে সবকিছুর মূল। তাই সন্তানদেরকে শৈশব থেকেই নামাযে অভ্যস্হ করানোর জন্য জোর তাকীদ দেয়া হয়েছে। দূর্ভাগ্যজনক হলেও সত্য যে মুসলিম দেশের মুসলমান শাসক দেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্হা উঠিয়ে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা আর মহান আল্লাহকে সব ক্ষমতার মালিক না মেনে জনগণকে সব ক্ষমতার মালিক বানিয়ে শিরক, বিদআত আর অপসংস্কৃতি অপকর্মে দেশটাকে ভরে দিয়েছে।এখানে শিশুদের চরিত্র নষ্টের যত উপকরণ সরবরাহ করা হচ্ছে, সেই তুলনায় চরিত্র গড়ার কোন পরিবেশ উপকরণ নেই বললেই। নিজ উদ্যোগে যারা চরিত্র গড়ার কাজে নিয়োজিত আছেন, তাদেরকে অমানবিক জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। ঘুনে ধরা এ সমাজ ব্যবস্হায় ঐশির মত শিশুদের হাতে মা বাবার নিহত হওয়ার ঘটনায় বিস্মিত হওয়ার কিছু নেই।

বিষয়: বিবিধ

২০০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File