কাল এখানে ছিল যে আজ সে কোথায়

লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ০৩ জুন, ২০১৩, ১১:৩৬:০১ সকাল

প্রতিদিন মসজিদে তার সাথে দেখা হয়। মুচকি হেঁসে সালাম দিয়ে জিঞ্জেস করেনঃ ভাল আছেন? আমি বলি: আলহামদু লিল্লাহ। আমি জিঞ্জেস করি : আপনি ভাল আছেন? এভাবেই প্রায় প্রতিদিন তার সাথে নামাজ শেষে কুশল বিনিময় হয়। সেদিন যোহরের নামাজ পড়ে একসাথেই মসজিদ থেকে বের হই। দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিচ্ছি । হঠাত্‍ মাইকে ঘোষণা দিচ্ছে তিনি আজ বেলা ২ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনটা মোচড় দিয়ে উঠল। দ্রুত বাসায় ছুটে গেলাম। জানতে পারলাম তিনি দুপুরে খেতে বসেছেন। দু'বার খাবার মুখে দিয়েছেন। ৩য় বার হাত আর উপর দিকে উঠল না। সাথে সাথেই হুমড়ি খেয়ে থালার উপর পড়েই শেষ! এই তো মানুষের জীবন।একজন আবেগে বলেই ফেলল খামাখা সরকার আমাদের তেড়ে নিয়ে বেড়াচ্ছে। হাঁ, ক্ষমতার দাপটে ক্ষমতার মোহে আজ যারা সাধারন নীরিহ নিদোর্ষ মানুষগুলোকে তেড়ে নিয়ে বেড়াচ্ছে,ধরে ধরে পিটাচ্ছে , জেলে পুরছে, পাখির মত গুলি করে মেরে ফেলছে সময়ের ব্যবধানে তাদেরকে একদিন এসুন্দর স্বপ্নের জায়গা ছেড়ে পরাপরে পাড়ি দিতে হবে। কারণ মৃত্যুর হাত থেকে কেহই রেহাই পাবে না। তারপর? তারপর মহান প্রভুর দরবারে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ(সঃ) বলেছেনঃ বুদ্ধিমান সেই যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে ও পরকালের জন্য নেক আমল করে।

বিষয়: বিবিধ

২০২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File