মুনাফিকের আলামত

লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ২৯ মে, ২০১৩, ১১:০৩:১৩ রাত

'মুনাফিক' শব্দটি নিফাক শব্দ থেকে উত্‍কলিত।নিফাক অর্থ কপটতা।ইসলামী পরিভাষায় এর অর্থ অন্তরে কুফরী গোপন রেখে মুখে ঈমানের কথা বলা এবং লোক দেখানোর অনুষ্ঠানাদি পালন করা।যে ব্যক্তি এরুপ করে তাকে মুনাফিক বলে।এই মুনাফিক সম্প্রদায়ের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তাই আল কুরআনের অনেক জায়গায় তাদের সম্বন্ধে সতর্ক করা হয়েছে এবং তাদের স্বরুপ উন্মোচন করা হয়েছে।সূরা নিসার ১৪২-১৪৩ নং আয়াতে আল্লাহ বলেছেনঃ 'এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, বস্তুত তিনিই তাদের ধোঁকা দিয়ে থাকেন।যখন তারা নামাযে দাঁড়ায় তখন অবহেলার সাথে শুধু লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা কমই স্মরণ করে।তারা কুফরী ও ঈমানের মাঝখানে দোদুল্যমান হয়ে রয়েছে, না এদিকে না ওদিকে।' সূরা আনকাবুতের ১০-১১ নং আয়াতে বলা হয়েছেঃ 'কতকলোক বলে, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয় তখন মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মতো মনে করে।যখন আপনার প্রতিপালকের কাছ থেকে কোনো সাহায্য আসে তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। বিশ্ববাসীর অন্তরে যা আছে আল্লাহ কি তা জানেন না? অবশ্যই আল্লাহ জেনে নিবেন কারা বিশ্বাসী আর কারা মুনাফিক।' আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী করীম (সঃ) বলেছেন, 'মুনাফিকের আলামত তিনটিঃ ১। কথা বললে মিথ্যা বলে, ২। ওয়াদা করলে তা ভংগ করে,৩। তার কাছে কোনো আমানত রাখলে তার খিয়ানত করে।' (মুসলিম)। আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন, এমন দুটি গুণ আছে যা মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না। ১। সুস্বভাব, ২। দ্বীনের যথার্থ ঞ্জান। (মিশকাত)। মুনাফিকের পরিনতি অত্যন্ত ভয়াবহ।'নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্হান করবে, আর আপনি তাদের জন্য সাহায্যকারী হিসেবে কখনও কাউকে পাবেন না।' সূরা নিসাঃ১৪৫ নং আয়াত।কাজেই এ ব্যাপারে সতর্ক থাকা আবশ্যক।

বিষয়: বিবিধ

৩৫২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File