আমার লাশ যেন শহীদ মিনারে নেয়া না হয়
লিখেছেন লিখেছেন আস্তিক ব্লগার ১০ ডিসেম্বর, ২০১৪, ০৫:২০:৫৮ বিকাল
পিয়াস করিমের মৃত্যুর পর শহীদ মিনারে লাশ রাখা নিয়ে যখন তপ্ত ছিল বাংলাদেশ। তখন আমি একটি পোষ্ট দিয়েছিলাম "ধর্মীয় প্রার্থনা কেন্দ্র" নামে। সম্ভবত সময়টি ছিল অক্টোবর মাসে। সেখানে এভাবে লিখেছিলাম যে, "আমরা ভুলে যাই বিখ্যাত মানুষের গুনে স্থান বিখ্যাত হয়, বিখ্যাত স্থানের গুনে মানুষ বিখ্যাত হয় না।" আরও লিখেছিলাম "এমন একদিন আসবে যখন মানুষ মৃত্যুর আগে তাদের পরিবারকে বলে যাবে আমার লাশ যেন শহীদ মিনারে নেয়া না হয়।" কথাটির বাস্তবতা যে এতো দ্রুত দেখতে পাব তা আমি ভাবতেও পারিনি।
বিখ্যাত অভিনেতা খলিল মৃত্যুর আগে ঠিক এই কথাটিই বলে গেছেন। তিনি বলেছেন তার লাশ যেন শহীদ মিনার বা এফডিসিতে নেয়া না হয়। তার এই শেষ ইচ্ছার জন্য আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এই কামনাই করি।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা যারা করে তারা নিজেদের তো বটেই মৃতকেও কঠিন আজাবের দ্বারপ্রান্তে নিয়ে যায় ।
যারা বেঁচে আছে তাদের এই বোধদয় হওয়া উচিত যে এটা কত বড় পাপ । সারা জীবনের পূন্য নিমিষেই শেষ হয়ে যাবে এই এক পাপ কাজেই ।
এর কুফল সম্পর্কে যত আগে সচেতন হওয়া যাবে ততই পারলৈকিক কল্যান হবার সম্ভাবনা আছে ।
খলিল সাহেবের এটা উপলব্ধি হয়েছে । আরও যদি অনেকের হয় তাহলে তাদেরকে ঘিরে মানুষের সন্মিলিত পাপ অর্জনের হার কমে যাবে।
মন্তব্য করতে লগইন করুন