রেশমা নাটক বিতর্কঃ নিজেই যাচাই করুন
লিখেছেন লিখেছেন আস্তিক ব্লগার ১৪ মে, ২০১৩, ০৯:৪৩:৫৬ সকাল
আসিফ নজরুল বলেছেন, আমরা কখনই পুলিশ, দায়িত্বশীল কর্মকর্তা আর মন্ত্রীদের কথা বিশ্বাস করিনি এখন কেন ৬ই মের কালোরাত সম্পর্কে করব? আমরা সেখানে কর্মরত সাংবাদিকদের কথাকেই বেশী বিশ্বাস করি।
কিন্তু দূঃখের বিষয় আজ দেশ দুইভাগে বিভক্ত হওয়ায় সংবাদ কর্মীরাও যেন বিভক্ত হয়ে গেছে। তাই তো জনগণ আজ বেশীরভাগ টিভি চ্যানেলকে বিটিভি বলছে।
তাই এই মুহুর্তে রেশমা নাটক নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা সমাধানের জন্য নিজেই নেমে পড়লাম মাঠে। অনুসন্ধানটি আমার মতো আপনারাও করতে পারেন। প্রথমেই গুগলের চিত্র অপশনে যেয়ে রেশমা ইন বাংলাদেশ লিখুন। সেখান থেকে রেশমার বহুল প্রচারিত উদ্ধারের সময় তোলা ছবিটা নামিয়ে নিন। টেলিস্কোপ টুল ব্যাবহার করে ছবিটা বড় করুন এবং রেশমার আংগুলের ছবিটি কাছে নিয়ে দেখুন। উত্তরটা এবার আপনি নিজেই পেয়ে যাবেন। আরও নিশ্চিত হতে হলে ১৭ দিন ধরে আপনার নখ না কেটে পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারেন। আপনাদের বোঝার জন্য ছবি দুইটি দেয়া হলো।
বিষয়: বিবিধ
২১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন