কি পেলাম স্বাধীনতায়
লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ২৬ মার্চ, ২০১৩, ১১:০৬:৩৪ সকাল
বাংলাদেশ স্বাধীন দেশ। ত্রিশ লক্ষ শহীদের রক্ষের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। স্বাধীনতা স্পর্শমনি। সবাই চায় স্বাধীনতা। তাই স্বাধীনতা বলতে কি শুধুই বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে মুক্ত করাকে বলে! নিশ্চই নয়, স্বাধীনতা মানে অন্যের অধীনতা থেকে মুক্ত হওয়া, নিজের মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি। কিন্তু আজ, আমরা কোন দিক দিয়ে স্বাধীন? আমরা কি বৈদেশিক শক্তির হস্তক্ষেপ থেকে স্বাধীন? যদি স্বাধীনই হতাম তাহলে আমার দেশের অভ্যন্তরে অন্যদেশের লোক এসে মাতব্বরি করবে এটাতো স্বাধীনতার লক্ষণ নয়। আমার দেশের লোকজন ধরে নিয়ে হত্যা করবে এটাতো স্বাধীনতার লক্ষণ নয়। দেশের মানুষের মাঝে ঐক্য থাকবে না এটাতো স্বাধীনতার লক্ষণ নয়। দেশ আজ এক সংকটময় পরিস্থিতিতে রয়েছে। এখানে মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। নেই স্বাধীনভাবে বাঁচার ও চলার অধিকার। দেশে আজ মানবাধিকার লংঘন হচ্ছে পদে পদে। দুর্নীতির কালো থাবা দেশকে গ্রাস করে ফেলেছে। আজ মানুষ অসহায়। দেশের মানুষের মাঝে কোন ঐক্য নেই। ধনী দরিদ্রের ব্যবধান ক্রমেই বেড়ে চলেছে। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। এজন্যই আমার দেশের সোনার সন্তানেরা জীবন দিয়ে দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছেন। বাংলার মানুষ আজ বাঁচতে চায়। তারা তাদের অধিকার চায়। চায় সুখী সমৃদ্ধি একটি সোনার বাংলা গড়তে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। স্বাধীনতার শিক্ষাকে কাজে লাগিয়ে কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করি। যাতে পৃথিবীর বুকে একটা সমৃদ্ধশালী ও বীরের জাতি বলে সবাই আমাদের স্মরণ করে।
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন