গর্জে ওঠো বাংলাদেশ
লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ০২ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪৬:৫৮ সকাল
ষোল কোটি মানুষের দেশ বাংলাদেশ। এদেশটি কোন বিশেষ রাজনৈতিক দলের নই। বুকের তাজা রক্তের বিনিময়ে পাওয়া এদেশ। তাই এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারো নেই। আমার দেশের মাটিতে আমি নিরাপদে চলতে পারবনা;আমার পরিশ্রমের টাকায় সরকারী বাহিনীরা অস্ত্র কিনে আমার উপর গুলি করবে; আমার টাকায় গাড়ি কিনে রাস্তায় চলতে পারব না তাতো হতে পারে না। তাই আর বসে থাকার সময় নেই। এভাবে হাত গুটিয়ে বসে থাকার জাতি আমরা নই। আমরা যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি তেমনি সবাই মিলে এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নিব। আজ আমরা তিক্ত, বিরক্ত, বিক্ষুব্ধ। চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তাই আমাদের সমস্যা আমরাই সমাধান করবো। আবাল বৃদ্ধা বনিতা সবাই একত্রে রাস্তায় নেমে পড়ব। সমস্বরে বলল আমরা শান্তি চাই। জীবনের নিরাপত্তা চাই। সাংবিধানিক অধিকার চাই। গর্জে ওঠার এখনই সময়। গর্জে ওঠো আরেকবার। জানিয়ে দাও। এদেশটা আমাদের সকলের।
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন