হরতাল দিলে সরকারের কি!

লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ০২ আগস্ট, ২০১৩, ১২:৫৬:৩৮ দুপুর

হরতালে সরকারের কিইবা যায় আসে! বিগত দিনগুলোতে বিরোধী ও সরকার সমর্থিত অনেক রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন দাবিতে হরতাল ডেকেছে। ফলশ্রুতিতে বেড়েছে দ্রব্য মূল্য, পোড়ানো হয়েছে অনেক যানবাহন, ঝরে গেছে কয়েকটি প্রাণও। কিন্ত যে দাবিতে হরতাল আহ্বান করা হয় সে সকল দাবি নিয়ে সরকার নিতান্তই উদাসীন। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে যত আন্দোলন ও হরতাল আহ্বান করা হয়েছে তাতে করে কোন পদক্ষেপ গ্রহণ থেকেই সরকার পিছ পা হয়নি। কিন্তু পরিনামে ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ এমনিতেই নাজেহাল তার উপর হরতালে আরো বেহাল অবস্থা। তাছাড়া যানবাহন ভাঙচুর, জনসাধারণ হয়রানি সবই সইতে হচ্ছে জনগণকে। কিন্তু সরকার এর প্রতিষেধক হিসেবে মামলা ঠুকে দিচ্ছে হরতালকারীদের বিরুদ্ধে। তাতে জনগণের কীইবা লাভ হলো। জনগণতো আর তাদের হারানো জিনিস ফিরে পায়না। তাই দেখা যাচ্ছে কোন উদ্বুত পরিস্থিতির কথা বিবেচনা না করেই, জনগণের জানমালের কথা তোয়াক্বা না করেই সরকার বিভিন্ন সীদ্ধান্ত বাস্তবায়ন করছে। তাহলেকি রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে কেবলই নিজেদের স্বার্থের জন্য! নিজেদের এজেন্ডা বাস্তবায়নই কি তাদের লক্ষ!

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File