মতিঝিল শাপলা চত্বর এখন ইসলামী জাগরণ মঞ্চ

লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ০৬ এপ্রিল, ২০১৩, ১১:৩৫:০৯ সকাল





ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্বর এখন ইসলামী জাগরণ মঞ্চ হিসেবে পরিচিত। লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা এখন লোকে লোকারোণ্য। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। দীর্ঘদিন ধরে জমে থাকা অন্যায় অবিচার ইসলাম ও রাসূল (স) এর নামে কটুক্তিকারীদের বিরুদ্ধে মুসলিম জনতা জেগে উঠেছে আজ। একেইতো বলে গণজাগরণ। মুসলিম ধর্মপ্রাণ মানুষের এমন আন্দোলনকে দমন করার জন্য কিছু নাস্তিক হরতাল আহবান করেন। আর সে হরতাল বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে সরকার। সরকারী বাহিনীরা বিভিন্ন পয়েন্টে সমাবেশে আসা লোকদের বাধা দিচ্ছে। এদিকে সরকারী দলের শরিক জাতীয় পার্টি মুসলিম মিল্লাতের এমন জাগরণে পূর্ণ সমর্থন দিয়েছে। অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জাগরণ। অনেক ইসলামমনা টিভি চ্যানেল তা সরাসরি সম্প্রচার করছে। অথচ কিছু টিভি চ্যানেল মুসলিম জনতার এমন জাগরণ সম্প্রচারের পরিবর্তে প্রচার করছে শাহবাগের গুটিকয়েক নাস্তিকদের নাচানাচি। গতকাল একটি টিভি চ্যানেল মিথ্যা সংবাদ প্রচার করায় তৎক্ষণাৎ জনতার দোলাই খেয়েছে। বহুদিন ধরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার জন্যই এ জাগরণ। সরকারের বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে মুসলিম জনতা একত্রিত হয়েছে। একেইতো বলে গণজাগরণ এটাইতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এটাইতো সকল শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জেগে ওঠার আন্দোলন।

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File