হেফজাতের কর্মসূচী নিয়ে জামাত - শিবির অতি উৎসাহি চিন্তার বিষয়!!!!

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০২ এপ্রিল, ২০১৩, ০৫:৫৬:৪৯ বিকাল

ইদানিং হেফাজাতের কর্মসুচি নিয়ে জামাত-শিবিরকে নেটে অতি উৎসাহি দেখা যায়।যা সত্যিই ভাববার বিষয়।

ইদানিং ওদের নৃশংস কর্মকান্ড যখন গোটা জাতি বিভ্রান্ত,তখন ওরা হেফাজাতের কর্মসূচীর ব্যাপারে অতি উৎসাহি এই কর্মসূচিকে সন্দিহান করে তুলতে পারে।যা আমাদের জন্য দুঃখ জনক।

ওরা তাদের ফেসবুক ফেজে,ব্লগে যেভাবে হেফাজাতের ব্যাপারে বিভ্রান্ত কর তথ্য প্রচার করে আসছে তা এখনই প্রতিরোধ না করতে পারলে এই কর্মসূচি আবারও বানচাল হতে পারে।

ওরা কি আবাররও সেখানে বিশ্খৃলঅ করে গোটা লংমার্চ টা নস্ট করে দিবে?

হেফাজাত কে এব্যাপারে অত্যান্ত সাবধান হতে হবে।

জামাত-শিবিরদেরকে বলবে-আপনারা এই কর্মসুচি টা কে নিয়ে অহেতুক অতি উৎসাহি হবেন না।কারন এই কর্ম সূচির সাথে আপনাদের রাজনৈতিক কোন সম্পর্ক নাই।

আল্লাহ তুমি লংমার্চকে সমস্ত ফিতনা-ফাসাদ থেকে হিফাজাত করো।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File