জামায়াতের পোস্টমর্টেম By পাপিয়া ‘জামায়াতের লজ্জা থাকা উচিত।
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪১:৫০ দুপুর
ঢাকা শহরে দাড়ি কামিয়ে টুপি খুলে ফেলে জিন্স প্যান্ট পরে বিএনপি’র সেল্টারে বিএনপি নেত্রীকে নেত্রী মেনে তোমাদেরকে (জামায়াতকে) মিছিল করতে হয়’।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই গ্রামের বিএনপি’র এক জনসভায় ১৯ দলীয় জোটের অন্যতম শরিক সংগঠন জামায়াতকে তুলোধুনো করলো বিএনপি নেত্রী পাপিয়া.....
১৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় পাপিয়া
জামায়াতে ইসলাম সংগঠনের নাম থেকে ইসলাম তুলে নেয়ার আহবান জানিয়ে পাপিয়া বলেন, ‘ইসলামকে বাঁচাতে গেলে জামায়াতের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে’।
নির্বাচনে জামায়াত ধর্মকে ব্যবহার করে জনগনকে বিশেষ করে নারীদের বিভ্রান্ত করে থাকে উল্লেখ করে পাপিয়া বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হয়ে লতিফুর রহমান ঘড়ি মার্কা নিয়ে ভোট করার সময় জামায়াত বলেছিল ঘড়ি মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে।
পরে দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়ালো তখন বললো, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এখন বললো মটর সাইকেলে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে।
মানে প্রতিকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেহেশতেরও পরিবর্তন হচ্ছে’।
এই হল মউদুদী জামাতিদের অবস্হা ।আসলে মুনাফিকদের লজ্জা-শরম একটু কমই থাকে বা থাকে না।
বিষয়: বিবিধ
১৭৭৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো জানতে চেয়েছি কোন দলের? সাপোর্টার? তবে আমি তো শিওর আপনি চরমোনাইয়ের মুরিদ! আপনি আমার মুরিদভাই। গলায় গলায় গলা মিলাই।
ইহা কি মউদুদীর ইসলাম ????
মউদুদী পুজারি কোথাকার ।
একান্ত সাক্ষাতের ছবি দিলাম তোমাদের দুই আমিরের ।কি মজা ?<:-P
পাপিয়া যখন ছাত্রদলের নেত্রী ছিলেন তখন তাকে অনবরত ছাত্রশিবিরের বিরুদ্ধে লড়াই করেই ছাত্র রাজনীতি করতে হয়েছে! তখন থেকেই তিনি শিবির বিদ্ধেষী। ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া কথা বার্তার কথা পত্রিকাতে আসায় তিনি দলনেত্রীর নজরে এসেছিলেন, তার জীবনের মোড় ঘুরে যায়, দলে নেত্রীর সুনজরে আসে, পরে তিনি এমপি হয়েছেন!
জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তো তার অতীত উন্নতি হয়েছে। এখন তিনি তো তাই বলবেন, যা তিনি অতীতে বলে আসছেন। তাছাড়া তিনি বর্তমানে নিজ দলের সর্বোচ্ছ স্তর থেকে নিচে পর্যন্ত সবার সন্দেহের চোখে আছেন। সুতরাং এ ধরনের ব্যক্তির উক্তি দিয়ে একজন সাধারণ মুসলমানকে মূল্যায়ন করাও ঠিক নয়। অনেক ধন্যবাদ
আপনি এই প্রবন্ধটি যখন লিখেন তখন তো ফাসিকের চরিত্র বের করার জন্য লিখেন নি। লিখেছেন পাপিয়ার কথাকে প্রতিষ্টিত করতে। আমি যখন ফাসিকের কথা বললাম তখন অন্যদেরকেও ফাসিকের সাথে মিশালেন। দলমত নির্বিশেষে বাংলাদেশের নামাজি মুসলমানদের অধিকাংশ এখনও ফাসিক হয়নি। জোটে তো আরো ইসলামী দল আছে, আমি তাদেরকেও ফাসিক মনে করিনা। কেননা ফাসিকের পরিচয় একেবারে পরিষ্কার। অনেক ধন্যবাদ
পাপিয়া-হারুণ এবং লতিফুর রহমান, এদের সবাইকে আমি খুব কাছে থেকে চিনি ও জানি!
সবাই যেমন "অপ্রিয় সত্য কথা" বলতে পারেনা, সবাই সইতেও পারেনা!!
গ্যাঞ্জাম খান মন্দ বলেননি!!
আর বিবেকের কথা বলছেন ?আলহামদুল্লিাহ ,আমার বিবেক ঠিক আছে ।আপনি আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখুন।আসলে ওরা কোন ইসলামের জন্য কাজ করছে।আশা করি আপনি অনেক উপকৃত হবেন।
জামাতিদের থেকে দুরে থাকুন-পীর সাহেব চরমোনাই।
মন্তব্য করতে লগইন করুন