ইসলামী দল গুলোর মধ্যে ঐক্য হলো,কিন্তু জামাত-শিবির কোথায়?
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১০ মার্চ, ২০১৩, ১২:৫২:১৪ দুপুর
ইসলামী দলগুলোর মধ্যে ১২দল ১৩দলতবুও তাদের মাঝে ঐক্য নেই।
ঐক্যতো হয়ে গেলো, সব ইসলামী রাজনৈতিক দলগুলিই এখন আল্লামা শাহ আহমাদ শফি সাহেবের নেতৃত্ব।
কিন্তু কই? সেখানে তো জামাত-শিবির নেতাদেরকে দেখা গেল না।কারন কি? তাহলে কি জামাতের সাথে অন্য ইসলাম দল গুলির কোন সম্পর্ক নাই? কিন্তু কেন? তাহলে সমস্যাটা কোথায়?
যেখানে সারা দেশের সমস্ত ওলামায়েকরাম,ইসলামী রাজনীতিবিদ,ইসলামী চিন্তাবিদগন এক কোরামে গিয়ে ঐক্যের মাধ্যমে কর্মসূচী ঘোষনা করলো,সেখানে জামাতের সাথে তাদের নূন্যতম সম্পর্কও নাই।কারন কি? সমস্যাটা কোথায়?
যখন জামাত কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামে তখন অন্যান্য ইসলামী দলগুলো নিরব থাকে এবং তাদের পক্ষে কাউকে মাঠে নামতে দেখা যায় না। কারন কি? সমস্যাটা কোথায়?
তাহলে কি সমস্ত ইসলামী দল গুলি এবং আলেম-ওলামারাই ভূল করছে আর একমাত্র জামাত-শিবির একাই সঠিক?তা না হলে কেন অন্য দল গুলির সাথে তাদের কোন সম্পর্ক নাই কেন?
প্রিয় পাঠক! চিন্তা-ভাবনা করে পড়ে আমার প্রশ্ন গুলির উত্তর দিয়ে আমাকে ভূল সংশোধনের জন্য অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
১৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন