ডাঃ জাকির নাইকের ব্যাপারে যা বললেন পাকিস্থান আহলে হাদিস লিডার ও দাম্মাম দাওয়া সেন্টারের বক্তা মেরাজ রাব্বানী . . . _____________

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১২ আগস্ট, ২০১৫, ০৩:৩০:০৬ দুপুর

ডাঃ জাকির নাইকের ব্যাপারে যা বললেন পাকিস্থান আহলে হাদিস লিডার ও দাম্মাম দাওয়া সেন্টারের বক্তা মেরাজ রাব্বানী . . .

____________________________

বক্তব্যের সার সংক্ষেপ দেয়া হলো-

আল্লাহ বলেছেন,

"তোমার নিকট যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়োনা (কথা বলতে যেওনা)।"

(আল কোর'আন)

তোমাদের যে কাজ, সে কাজ তোমরা কর।

এক ইঞ্জিনিয়ারের কাজ এক ডাক্তার করতে পারে না, আবার এক ডাক্তারের কাজ এক ইঞ্জিনিয়ার করতে পারে না।

এক ডাক্তারের কাজ ইনজেকশন লাগানো, রোগের চিকিৎসা করা। তো এখন সে যদি কোন বিল্ডিংয়ের স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করে দেয়, তবে সেটা কেমন হবে?

ডাক্তার যাকির নায়েক একজন সুপরিচিত মুবাল্লিগ। উনি খ্রীস্টানদের সাথে মুনাজারা/ডিবেইট করেন। ঠিক আছে, করেন। ভাল কথা।

তবে বড় বিষয় হলো, যিনি যে মাঠে কাজ করেন, উনার সে মাঠেই কাজ করা উচিৎ।

ডাক্তার যাকির নায়েক একজন ডাক্তার মানুষ। ইঞ্জেকশন টিঞ্জেকশন লাগাবেন, তিনি তো আবার পি এইচ ডি করা ডক্টর নন। তারপরও ডিবেইট করছেন ভাল কথা, করেন, আল্লাহ তাঁকে আরো তাওফিক দিন।

যাকির নায়েকের সাথে এক কনফারেন্স এ সাক্ষাতকালে আমি তাঁকে বলেছিলাম,

ডাক্তার সাব, আপনি ডিবেইটের যে ফিল্ডে আছেন, মাশা আল্লাহ। আপনি ঐ ফিল্ডেই কাজ করুন। খামোখা অন্যান্য ফিল্ডে গিয়ে কাজ করবেন না। মাস’আলা মাসায়েলের ক্ষেত্রে উলামাগণ রয়েছেন, তারা ঐ ফিল্ডে কাজ করবেন। আপনার সেখানে গিয়ে ফতোয়া দেয়ার কোন দরকার নেই।

___________________________

তিনি যাকির নায়েককে পরামর্শ দিয়েছেন, মাস'আলা মাসাইল বিষয়ে নাক না গলানোর জন্য।

>>>

আরো দেখতে পারেন,

তাওসীফুর রহমান (TAUSEEF UR-REHMAN) (পাকিস্তানের আহলে হাদীস আলেম) ডা. জাকির নায়েকের পোষাক সম্পর্কে ওনার মতামত জানিয়েছেন . . .

https://www.facebook.com/AskSumon/videos/1096354353727998/

>>>

আরো জানতে পারেন

ডা. জাকির নায়েক কি লা-মাযহাবী ?

https://goo.gl/U6tyav

বিষয়: বিবিধ

৩৩৩০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335394
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩২
নাবিক লিখেছেন : হায়রে জাকির নায়েক
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৪
277341
অপ্রিয় সত্য কথা লিখেছেন : পূজারিরা সত্য দেখার পরেও বুঝ পায় না।
335396
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৬
হতভাগা লিখেছেন : জাকির নায়েক মনে হয় উনাদের ব্যবসায় জল ঢেলে দিচ্ছেন
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
277343
অপ্রিয় সত্য কথা লিখেছেন : একবারে কপাল পোড়া ,হতভাগা ঠিক বুঝতে পারছেন ভাই।আর দেখেন আপনাদের ব্যাবসা কিন্তু জমজমাট করে দিয়েছে।

১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৪
277349
হতভাগা লিখেছেন : এটা মনে হয় সেই বিখ্যাত NDTV এর সাক্ষাতকারের ভিডিও. যেখানে শাহরুখ , সোহা আলী খানও এসেছিলেন প্রকৃত ইসলাম পালনকারী মডেল হিসেবে।

শাহরুখ , যার বাসায় কি না গনেশ এর মূর্তি থাকে এবং সেখানে পুঁজোও হয় - তাকে আনা হয়েছে ইসলাম সম্পর্কে বলার জন্য!

সোহারা নাকি মুসলিম নামধারী হয়েও অগ্নি উপাসক ।

শাহরুখের বউ এবং সোহার মা উভয়েই হিন্দু।
১২ আগস্ট ২০১৫ রাত ০৯:১০
277408
আবু জারীর লিখেছেন : খালি জল না শৈল খন্ড দিয়ে চাপা দিয়েছেন। তবে যাদেরকে পীচ টিভিতে ডাকা হচ্ছে সেই রথী মাহারথীরা কিন্তু চুপ করে আছে!

আমি আগেও ভেবেছি দেওবন্দিদের মত ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছেন না?

পরে ভাবলাম পীচ টিভির পীচ ইনভেলবের কারিশ্মায় এমনটা হচ্ছে বুঝি।

আজ প্রমাণ পেলাম। যারা পীচ টিভিতে চান্স পায়নি তারা খোলস ছেড়ে বেড়িয়ে এসেছ!

হ্যাঁ! আমিও চাই জাকির নায়েক যেন ফতোয়ার বিষয়টা যতটা সম্ভব এরিয়ে চলেন। কারণ ঐ ফকিল্ড হক কথা বললেও অনেকের গায়ে লাগবে এবং তারা ফেতনা ছড়াবে যাতে জাকির নায়েকের আসল কাজ বাধাগ্রস্ত হবে।
335399
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
বেআক্কেল লিখেছেন : বাজে কথা বাজে বক্তব্য। পাকিস্তানের সেই হুজুর কি বলিতে পারেন:
ইমাম আবু হানিফা, শাফেয়ী এরা কুন মাদ্রাসার ছাত্র ছিলেন?
ইমাম বোখারী, মুসলিম, মালিক ও আহমদ কুন মাদ্রাসার ছাত্র ছিলেন?

আসল কথা হইল এরা কুন মাদ্রাসায় পড়েন নি। নিজের গরজে এলেম হাসিল করেছেন আর সেটা প্রচার করেছেন। কই কুন মানুষ তো তাদের ভুল ধরেন নি!

আবার ইমাম আবু হানিফা ও বুখারী ব্যবসায়ি ছিলেন, কেউ তো বলেন নি, ভাইছাব আমনে ব্যবসায়ী মানুষ কুন আক্কেলে মাসয়ালার জগতে ঢুকছেন।

জাকের নায়েক কইল কিল্লাই হেই জন্যই এত দোষ।

আমি বলি জাকের নায়েক কে তার সভায় কেউ যদি মাসয়ালা সম্পর্কে প্রশ্ন কইরা বসেন, তাইলে তিনি কি উত্তর স্বরূপ বলিবেন যে,

আমনে দয়া করিয়া
এই উত্তর জানিতে চাইলে পাকিস্তান যান,
ঐ উত্তর জানিতে চাইলে বাংলাদেশে যান,
সেই উত্তর জানিতে চাইলে ভারতেই বইসা থাকেন,
আর সকল উত্তর জানিতে চাইলে জাহান্নামে যান!

তাহা ছাড়া বিজ্ঞান সংশ্লিষ্ট যে প্রশ্নের উত্তর জাকের নায়েক দেন, সেই প্রশ্নের উত্তর পাকিস্তানের ঐ হুজুর কি দিতে পারিবেন। তিনি তো শুধু 'আসতাগফিরুল্লাহ' পইড়া ক্যন্ত হইবেন। আচ্চা, আসতাগফিরুল্লাহ কি সেই প্রশ্নের উত্তর হইবে।

আমরা ইসলাম ধর্মকে হিন্দু ও খৃষ্টানদের মত বানাইয়া লইছি বলেই, কেউ আলেম, কেউ ইমাম, কেউ মুফতি, কেউ শায়েখ হইয়া গেছি। আসলে সকল মানুষকে যে আলেম হইতে বাধ্যতামূলক করানো হইয়াছে সেই কতা ভুলেই গেছি।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৮
277344
অপ্রিয় সত্য কথা লিখেছেন : টিপু ' রা যখন বে আক্কেলের রুপ দারন করে ,তখন বেআক্কেলের মতই কথা বলে।
ইমামদের জীবনি ঠিকই পড়েছেন ।তাদের ইলমি যোগ্যতা বা ্ওস্তাদ কার সবই জানা আছে ।তার পরেও জাকির যা করে তা তো বৈধ করতে হবে বেআক্কেলের মত জবাব দিয়ে।
বে আক্কেল
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৯
277373
জ্ঞানের কথা লিখেছেন : আপনারা কিছু জানেন বা না জানেন আমার পীর সাহেব সব জানেন।
335405
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ডা. জাকির নায়েক-বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দায়ী ইল্লাল্লাহ।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৯
277345
অপ্রিয় সত্য কথা লিখেছেন : একদম খাটি কথা ।দলিল দেখুন ------------------
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০০
277346
অপ্রিয় সত্য কথা লিখেছেন : একদম খাটি কথা ।দলিল দেখুন ------------------
335448
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১১
চিরবিদ্রোহী লিখেছেন : "গৃহযুদ্ধের" গন্ধ পাচ্ছি.......
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৪
277369
অপ্রিয় সত্য কথা লিখেছেন : ইহাই স্বাভাবিক ।কথিত আহলে হদস যে কত প্রকার তা তারাও বলতে পারবে না।
১৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৫১
277475
চিরবিদ্রোহী লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Tongue Tongue
335450
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪১
সাদা লিখেছেন : আজ আপনি আহলে হাদীস লিডারের রেফারেন্স দিচ্ছেন গতকাল আপনি কিন্তু তাদেরকে আহলুল হদস বলে গালি দিয়েছেন।জাকির নায়েক ভুল ত্রুটির উর্ধে নয়,তবে এ কথাতো সত্য তিনি বিধর্মীদের কাছে ইসলাম অনেক সহজ করে উপস্থাপন করেছেন এবং ফল সরুপ অনেকে ইসলাম ধর্ম গ্রহণও করেছেন।এদিক দিয়ে তিনি অনেক আলেমের চেয়ে বেশি সফল নন কি?
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৮
277372
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আহলে হাদিস আর আহলে হদস এক জিনিষ নয়।আমাদের দেশে যারা আহলে হাদিস দাবিদার ওরা হলো আহলে হদস।

কিছু কিছু ক্ষেত্রে আপনিই কিছু কিছু আলেমদের থেকে অগ্রগামী হতে পারে ন,ইহাই স্বাভাবিক ।তাই বলে নিজকে এত পন্ডিত জাহির করা ঠিক না।
উনি দীনের দাওয়াত দেয় ,তা অবশ্যই ভাল কাজ।মাসলা-মাসায়েল নিয়ে আলোচনা করা উনার ঠিক না,এই কথাটাই আলেমরা বলে থাকে ,অন্য কিছু নয়।
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
277379
সাদা লিখেছেন : আপনাকে ধণ্যবাদ আপনি স্বীকার করলেন যে ওনার দ্বারা ইসলামের কিছুটা খেদমত হচ্ছে।কিন্তু এই খেদমতের জন্য উনি কি কখনো ধন্যবাদ পেতে পারেন না!!!!!
১২ আগস্ট ২০১৫ রাত ০৯:১৮
277409
আবু জারীর লিখেছেন : ভাই মাসলা মাসায়েল নিয়ে কিন্তু সবাই আলোচনা করে। ওনাকে প্রশ্ন করা হয় বিধায় উনি জবাব দেন। জাবাব জানেন বলে দেন। কিন্তু কোন জবাব যদি ভুল হয়ে থাকে তাহলে আলেমরা সংশোধনী দিতে পারেন। তা না করে ওনার জবাব দেয়াকে নিষিদ্ধ করার দায়িত্ব আলেমদের কে দিয়েছে?
335455
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০০
জ্ঞানের কথা লিখেছেন : জাকির নায়েকের এই সকল ভুল ধরিয়ে দিয়ে তারা তার গোনাহ কমার ব্যাবস্থা করেছেন। এটা ঠিকনয়।
আমার পীরসাহেব ও এই কথা বলেন।
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
277375
অপ্রিয় সত্য কথা লিখেছেন : এই তো এক আহলে হদস জটিল বুঝতে পারছে ।Crying Crying Crying
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
277376
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কথিত ্আহলে হদস
১২ আগস্ট ২০১৫ রাত ১০:২২
277418
জ্ঞানের কথা লিখেছেন : ভন্ডামী দেখলাম ভাই। আসলেই আহলে হাদীস আবার কি! আমার পীরসাব বলছে এরা লা-মাযহাবী। এরা গাইর খারাপ, গাইর মাযহাব, গাইর তাক্কলীদ।

ছবিটা দেখে খুব ভালো লাগছে ভাই।
335460
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
প্রক্সিমা লিখেছেন : সত্যিই অবাক হওয়ার মত বিষয় ।আমার আহলে হাদিস সমর্থক বন্ধুরা তাদের দাওয়াতি কাজ করার সময় তাদের যুক্তিকে শক্ত অবস্থানে নেওয়ার জন্য জাকির নায়েকের রিফারেন্স নিয়ে থাকে ।
কিন্তু এটা আসলে তাদের মুনাফিকি ছাড়া কিছুই না ।
কিন্তু আমার বিশ্বাস হতো না যে তারা জাকির নায়েক কে হৃদয় থেকে পছন্দ করে ।
আজ সেটা প্রমানিত হলো ।
আসলে জাকির নায়েক এমন এক ব্যাক্তিত্ব যিনি মুসলিম উম্মার ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন ।
কখনো তিনি নিজেকে কোন ফেরকার বলে পরিচয় দেননি ।পরিচয় দিয়েছেন একজন মুসলিম হিসেবে ।
তাকে দেখেছি আহলে হাদিসের দুর্বলতা গুলো ও তুলে ধরতে ।তার মুখে শুনেছি ভারতের মাদ্রাসাগুলোর প্রশংসা করতে ।শুনেছি সকল ফেরকার ইসলামিস্টদের সম্মান দেখিয়ে কথা বলতে ।"জাকির বিরোধীতায় দা কুমরায় ঐক্য থুক্কু জাকির বিরোধীতায় দেওবন্দ আহলে হাদিসের ঐক্য "এটা অন্তত জাকির নায়েকের সফলতা ।
335461
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আলেমতো সুন্দর কথাই বলেছেন ।
১০
335478
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
sarkar লিখেছেন : জাকির নায়ক অমুসলিম।এটা তার মুখেই শুনুন।যে বলতে পারে নবীজীকে মানা হারাম সে কি করে মুসলমান হয়??? সচেতন মহলে আমার প্রশ্ন।

১১
335480
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
sarkar লিখেছেন : https://youtu.be/RKEDafFbP00
১২
335490
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
ইয়াফি লিখেছেন : “কাউকে মন্দ বলা নিজে মন্দ হওয়ার প্রথম আলামত। আলøাহর নবী বলেন, কেউ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে অন্যকে মন্দ বলে। আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে অন্যের সমালোচনা করা। মওলানা তারিক জামিল
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
277401
sarkar লিখেছেন : মাওনালা সাহেব কারো অন্ধ অনুগত্য করার আগে নিজের অবস্হান পরিস্কার করা better।কারণ আদম আলাহিসসালামের সাথে বেয়াদবী করলে যদি আল্লাহপাক ইবলিসের সারাজীবনের ইবাদত বাতিল করে দেয়।সেখানে রাসূল সাল্লাহু আলাইহিওয়া সাল্লাম কে না মানলে সে কি করে মুসলমান হয়????
১৩
335495
১২ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
আবু জান্নাত লিখেছেন : উপযুক্ত দলিল প্রমান ছাড়া কোন কথা বলা ঠিক নয়, নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও অন্তর সমূহকে অবশ্যই আল্লাহর দরবাবে জবাবদিহি করতে হবে। আল্লাহ তায়ালা সকলকে বুঝার তাওফীক দান করুক। জাযাকাল্লাহ খাইর
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫০
282054
অপ্রিয় সত্য কথা লিখেছেন : জাযাকাল্লাহ।
১৪
335505
১২ আগস্ট ২০১৫ রাত ০৯:১৩
আবু জারীর লিখেছেন : আমি আগেও ভেবেছি দেওবন্দিদের মত ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছেন না?

পরে ভাবলাম পীচ টিভির পীচ ইনভেলবের কারিশ্মায় এমনটা হচ্ছে বুঝি।

আজ প্রমাণ পেলাম। যারা পীচ টিভিতে চান্স পায়নি তারা খোলস ছেড়ে বেড়িয়ে এসেছ!

হ্যাঁ! আমিও চাই জাকির নায়েক যেন ফতোয়ার বিষয়টা যতটা সম্ভব এরিয়ে চলেন। কারণ ঐ ফকিল্ড হক কথা বললেও অনেকের গায়ে লাগবে এবং তারা ফেতনা ছড়াবে যাতে জাকির নায়েকের আসল কাজ বাধাগ্রস্ত হবে।
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৯
282053
অপ্রিয় সত্য কথা লিখেছেন : যার যে রকম চিন্তা ভাবনা ।আপনার মন মত ইসলাম হয়তো আপনি জােকিরের মধ্যে পেয়ে গেছেন।তাই কতক্ষন অহেতুক সাফাই গাইলেন এ আর কি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File