মুনাফিকের করাল ছোবলে বন্দী আজ শায়খুল ইসলাম আল্লামা আহমাদ শফী।

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৫ নভেম্বর, ২০১৪, ০৩:০৫:১৬ দুপুর

মুনাফিকের করাল ছোবলে বন্দী আজ শায়খুল ইসলাম আল্লামা আহমাদ শফী।

আজ যখন সারা দেশে কাদিয়ানী ,মউদূদী , আহলে হদস সহ সকল বাতিল ফেরকা

ইসলাম ও মুসলমানদের নিয়ে চিনি-মিনি খেলছে ,তখন মুনাফিকেরা নিজেদের স্বার্থ

রক্ষার জন্য আহলে হক্ব আলেমদের মধ্যে বিভেদ সৃস্টি করতে উঠে পরে লেগেছে।

যখন দরকার ছিল আমাদের আহলে হক্বদের ঐক্যবদ্ধ ভাবে সব বাতিলের প্রতিবাদ

,প্রতিরোধ গড়ে তোলা ,তখন তা না করে নিজেদের অভ্যান্তরিন কোন্দলকে তারা

আরো শানিত করছে।

মুনাফিকেরা তাদের স্বার্থরক্ষার জন্য দেশের শীর্ষস্থানীয় আলেমদের সরলতাকে পুজি করে

নিজেদের কোন্দলকে আরো ত্বরম্বিত করছে।

যখন আল্লামা আহমাদ শফী সাহেবের মত একজন আলেমের আহবানে গোটা দেশ ঐক্যবদ্ধ

হয়ে গোটা বাতিল শাক্তির কলিজা আগুন জ্বালিয়ে দিয়েছিল।তখনই বাতিল শাক্তি কতিপয়

মুনাফিক গোস্ঠির বেড়াজালে বন্দী করে দেয় এই বিখ্যাত মর্দে মুজাহিদকে।

আমার বিশ্বাস ,আহমাদ শফি আবার আসবেন মুনাফিকদের সকল জাল ছিন্ন করে।

পরাভূত হবেই বাতিল এবং মুনাফিকি গোস্ঠী।সেই সু-দিনের প্রত্যাশা........................!!!

আফসোস ! আমাদের আলেমদের হীন কর্মকান্ডের জন্য।

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281506
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
আল সাঈদ লিখেছেন : সত্যিকারের আলেমরা আবার হীন কর্মকান্ড করে কিভাবে? বাংলার জমিনে সত্যিকারের আলেম পাওয়া মুশকিল। কারণ লাখ লাখ......
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
241181
অপ্রিয় সত্য কথা লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
281517
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
সাম্য বাদী লিখেছেন : শায়খুল ইসলাম আল্লামা আহমাদ শফী। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
তেঁতুল হুজুর
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
241182
অপ্রিয় সত্য কথা লিখেছেন : Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File