মাদ্রাসা শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৯ অক্টোবর, ২০১৪, ১২:৪৫:০৯ দুপুর

ভোলা সদর থানার শিবপুর ইউনিয়নের দক্ষিন রতনপুর ফেরদাউস (আলিম) সিনিয়র মাদ্রারা একজন ইংরেজি প্রভাষক নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায় প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি পত্রিকা দেওয়ার পর মোট ১৩ জন প্রার্থী আবেদন করে।প্রার্থীদের মধ্যে ১২জনই ১ম এবং ২য় শ্রেনীতে উর্ত্তিন্য।শুধু একজন মাত্র ৩য় শ্রেনীতে উত্তীর্ন্য।

সুত্রমতে জানাযায় ৩য় শ্রেনীর উর্ত্তিণ্য লোকটি স্হানীয় আ,লীগের নেতাদের সাথে মোটা অংকের ঘুষ দিয়ে প্রভাব খাটাচ্ছে ।

তবে স্হানীয় আ.লীগ নেতারা ভোলা সদরের উপজেলা ভাইস চেয়ারম্যন এবং আ,লীগের নেতা আলহাজ্জ ইউনুস মিয়া কাছে এব্যাপারে জোড়ালে তদবির করলেও তিনি এলাকা ও মাদ্রাসার স্বার্থে স্থানীয় আ,লীগ নেতাদের তদবির এখন না বলেছেন বলে শুনা যায়।

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275953
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : Surprised Surprised মাদ্রাসাও তাহলে বিপথে গেলো?
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
219892
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মনে হয় নতুন শুনেছেন অথবা আলীয়া মাদ্রাসার ব্যাপারে আপনি কোন খবরই রাখেন না।
আলীয়া মাদ্রাসা গুলি এখন নামেই মাদ্রাসা????????
275975
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৭
ফেরারী মন লিখেছেন : সত্য হলেও অপ্রিয় যে এসব নিউজ কোনো ব্লগে পোষ্ট করার মত নয়। তবুও ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৬
219909
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনার মাথা ব্যাথার কারনটা কি?????:Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File