আলেমদের অবস্হান আজ এতিমদের কাতারে!!!

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০১ জুলাই, ২০১৪, ০৫:২৯:৪৩ বিকাল



আমাদের আলেমদেরকে খালেদা - হাসিনারা এতিমদের

চেয়ে বড় বেশি কিছু মনে করে না।

এজন্য প্রতিবছর এতিমদের সাথে এই কথিত

আলেমদের ইফতারের আয়োজন করা হয়।

আর এই কথিত আলেমেরাও এতিমের মত এসে

কুরআন-হাদীস অমান্য করে খালেদার দাওয়াত কবুল করে।

ছিঃ ধিক!এই আলেমেরাই নাকি জাতির শ্রেস্ঠ সন্তান!!!

দুঃখের সাথে বলতে হয়-ইসলাম ও মুসলমানদের দূদির্নে গুরুত্বপূর্ন্য মুহুর্তেও এদেরকে মাঠে-ময়দানে দেখা না গেলেও খালেদা-হাসিনাদের ইফতার মাহফিলে যেতে কসুর করে না ওরা।

এই নামাধারী সুবিধাবাদীরা কখনও জাতির শ্রেস্ঠ সন্তান হতে পারে না,বরং ওরা জাতির কলংন্ক।

নিজেদের ঐতিহ্য এবং স্বকীয়তা হারিয়ে কুরআন-হাদিস ছেড়ে হাসিনা-খালেদার পিছনে ইসলাম খোঁজার কারনে এসকল কথিত আলেমেরা আজ এদেশের সবচেয়ে বড় এতিমের কাতারে শামিল হয়েছে।

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240664
০১ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫০
শুভ্র আহমেদ লিখেছেন : আল্লাহরে নিয়া মসকরা! পর্দা নাই ফর্দা নাই, পুরুষ মানুষের সামনে সাড়ি পড়ে আসছে হুজুরগিরি করতে! জালেমের ঘরে জালেম।
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৪
186966
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আমি মনে করি খালেদার চেয়ে বড় জালেম এই কথিত হুজুরেরা।
ওরা হজুরের বেশ দরে খালেদার মজলিশে যায় কোন লজ্জায়!!
ধিক!এসব সুবিধাবাদীদেরকে।
240685
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৫
186967
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
240723
০১ জুলাই ২০১৪ রাত ০৯:১৮
স্বপন২ লিখেছেন : এই ধরনের আলেম। সব সময়ে ছিল। আজও
আছে। ভালো লাগলো
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৬
186968
অপ্রিয় সত্য কথা লিখেছেন : শুকরিয়া,সহমত।
240725
০১ জুলাই ২০১৪ রাত ০৯:২১
মনসুর আহামেদ লিখেছেন : অপ্রিয় সত্য কথা, হলো নাস্তিক টাইপের লোক। এই আলেমরা আপনার মতন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File