শেখ হাসিনা!! আপনি এভাবে তখনও কেদেঁ ছিলেন?
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৮ মে, ২০১৪, ০৩:৫৫:৪৭ দুপুর
গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা কিছু স্মৃতিচারন করতে গিয়ে যেভাবে ডুকরে কেদেঁ ছিলেন এবং কিছু চাটুকার কে কাদিঁয়ে ছিলেন তা মিডিয়ার মাধ্যমে প্রায় গোটা জাতি অবলোকন করেছে।
কে কিভাবে নিয়েছে ,তা তাদের ব্যাক্তিগত ব্যাপার।আমি সে বিষয়ে কিছু বলবোনা।
আমি শুধু বলবো-মাননীয় প্রধান মন্ত্রী! কিছু স্মৃতিচারন করতে গিয়ে আপনি এত কেদেঁছেন? অথচ এদেশ-জাতির নেতা হিসাবে আপনিকি তখন কাদেঁন?
যখন সারা দেশ ব্যাপি আপনার সোনার ছেলেরা এবং জনগণের টাকা পালিত পেটুয়া বাহিনি জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালিয়ে হাজারো মায়ের বুক খালি করে অট্র হাসিতে উল্লাসে মেতে উঠে!
আপনি কি তখন কাদেঁন-যখন একমাত্র মায়ের বুকের মানিককে পাষন্ডরা অপহরন,গুম,খুনের মাধ্যমে মায়ের বুককে চিরদিনের জন্য খালি করে দেয়।অসহায় মায়ের আত্ন চিৎকার আকাশ-পাতাল ভারি হয়ে উঠে।
আপনি কি তখন কাদেঁন- যখন আমার অসহায় বোন তার একমাত্র স্বামীকে হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পরে ।অসহায় নিস্পাপ সন্তান গুলি বাবার পথ পানে তাকিয়ে থাকে দিনের পর দিন । না ! বাবা যে আসে না।পথের দিকে তাকিয়ে থাকে এক নজর লাশটা দেখার তরে।
এরকম হাজারো মা-বোনের স্বামী-সন্তান হারানো বুক ফাটা কান্নার আওয়াজে আকাশ-পাতাল ভারি হয়ে উঠে প্রতি নিয়ত।
কিন্তু কোথায়? তখনতো আপনার কান্নার আওয়াজ জাতি শুনে না।
মাননীয় প্রধানমন্ত্রী- সবকিছুর একটি শেষ পরিণতি হয়।কারো ভাল,কারো খারাপ।
চাটুকারেরা আপনার সাথে যে কান্না করছে তা নিতান্তই সাময়িক।
এমন কিছু কাজ দেশ-জাতির জন্য করুন, যা আপনার জন্য দেশ বাসি হৃদয় থেকে কাদঁবে।
না হয় হাজারো মানুসের চোখের লোনা পানি আপনার পথের কাটা হয়ে আছে,থাকবে ।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি যদি একবার হলেও গুম হত্যা হয়ে খুন হয়ে যাওয়া মানুষদের স্বজন হারাদের পাশে থেকে একবার কান্না করতেন তাহলে মনে করতাম আপনার কান্নার অনেক দাম আছে
আপনি নিজের জন্য কাদতে জানেন আমাদের জন্য নয়
সে জন্য আপনার কান্নার দাম আমরা দিবনা কখনো।
দয়া করে কান্না গুলো মিডিয়ার সামনে না কেদে আল্লার দরবারে গোপন ভাবে কান্না করেন কাজে আসবে
ধন্যবাদ
ছিঃ ধিক!এ সকল ভন্ডমীকে।
আপনি যদি একবার হলেও গুম হত্যা হয়ে খুন হয়ে যাওয়া মানুষদের স্বজন হারাদের পাশে থেকে একবার কান্না করতেন তাহলে মনে করতাম আপনার কান্নার অনেক দাম আছে
আপনি নিজের জন্য কাদতে জানেন আমাদের জন্য নয়
সে জন্য আপনার কান্নার দাম আমরা দিবনা কখনো।
দয়া করে কান্না গুলো মিডিয়ার সামনে না কেদে আল্লার দরবারে গোপন ভাবে কান্না করেন কাজে আসবে
মন্তব্য করতে লগইন করুন