ধারাবাহিক প্রকাশনা #মওদূদীবাদেরস্বরুপ #৫ম_পর্ব#
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৮ মে, ২০১৪, ১২:১১:৫০ দুপুর
৪.ইয়ূসুফ আঃ বলেছিলেন , আমাকে মিশরের খাজানাসমুহের তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিন । (সুরা ইয়ূসুফ,আয়াত -৫৫) এ অর্থই মুসলমানরা নিয়ে থাকেন । কিন্তু মওদূদী বলেছেন,এটা কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়ের পদের আবেদনই ছিলনা যেমন কোন কোন লোক মনে করে থাকেন , বরং তা ছিল 'ডিক্টেটরশিপ ' লাভের দাবী । এর ফলে ইয়ূসুফ আঃ যে পজিশন লাভ করেছিলেন তা প্রায় এ ধরনেরই ছিল যা ইটালির মুসোলিনির রয়েছে । (তাফহিমাত , আবুল আ লা মওদূদী , পৃষ্টা ১১২, ২য় খন্ড প্রথম প্রকাশ. মার্চ ১৯৯৯,মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স , নয়া দিল্লী ) dictatorship বা . একনায়কত্ব . শব্দটি কতই না আপত্তিকর ও অবমাননাসূচক ! তাছাড়া বিশ্বের ইতিহাসে মুসোলিনি (Benito Mussolini : Dictator and leader of ltalian Facists from 1922 to 1943) হচ্ছে একজন জালিম একনায়ক স্বৈরচারী । এমন নিকৃষ্ট ব্যক্তির সাথে মানবতার চুড়ান্ত পদমর্যদায় আসীন মহান নবীকে তুলনাকরা চরম ধৃষ্টতা বৈ অন্য কিছু নয় । এসব ফিতনা থেকে আল্লাহ তা য়ালা মুসলমানদেরকে হিফাযত করুন , আমীন ।
৫. মওদূদী লিখেছেন . হযরত ইয়ূনুস আঃ থেকে রিসালাতের দায়িত্ব আদায়ে বেশ কিছু ত্রুটি হয়ে গিয়েছিল , খুব সম্ভব সময় আসার পূর্বেই তিনি অধৈর্য হয়ে নিজ স্থান ত্যাগ করেছিলেন । ( তাফহিমুল কুরআন , আবুল আ লা মওদূদী . পৃষ্টা . ৩১২-৩১৩ , ২য় খন্ড) নবী -রাসূলগণের কেউই রিসালাতের দায়িত্ব পালনে কোন রকম শৈথিল্য বা ত্রুটি করতে পারেন না । এ থেকে তারা সবাই নিষ্কুলুষ ও মাসূম এতে কারো কোন মতবিরোধ নেই ।
৬. নূহ আলাইহিস সালাম প্রসঙ্গে মওদূদী লিখেছেন ,"অনেক সময় কোন সুক্ষ্ম কুপ্রবৃত্তির বিষয়ে নবীর মত উচ্চমযাদাশীল ও মহানুভব ব্যক্তিও কিছু সময়ের জন্য মানবিকদুর্বলতারকাছে পরাজিত হয়ে থাকেন। কিন্তু যখন আল্লাহ তায়ালা তাকে সতর্ক করে দেন - যে সন্তান হকের পথত্যাগ করে বাতিলের মিশে গেছে তাকে ঔরসে জন্ম গ্রহণ করার সুবাদে আপন মনে করা জাহিলিয়াতের এক অনুভূতি মাত্র , তখন তিনি তৎক্ষনাৎ তার অন্তর থেকে বেপরোয়া হয়ে এমত চিন্তাধারায় ফিরে আসেন যা ইসলামের চাহিদা সম্মত ।"(তাফহীমুল কুরআন , আবুল আলা মওদূদী , পৃষ্ঠ-৩৪৪ ,২য় খন্ড , ২য় প্রকাশঃ জানুয়ারী ২০০০ ঈসায়ী ,মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স , নয়া দিল্লী )
একজন উচ্চ মর্যাদাশীল নবীকে মানবিক দুর্বলতার শিকার , জাহিলিয়াতের অনুভূতি সম্পন্ন , ইসলামী চাহিদার পরিপন্হী ইত্যাদি মন্দ অভিধায় কোন মুসলমান ভূষিত করতে পারেনা ।
৭. আদি পিতা আদম আলাইহিস সালাম সম্পর্কে মওদূদী বলেন,"এখানে আদম আঃ থেকে প্রকাশিত ঐ মানবিক দুর্বলতার হাকীকত বুঝে নিতে হবে - মোটামোটি এক তাৎক্ষনিক আবেগ যা শয়তানের প্রলোভনের ছত্র ছায়ায় সৃষ্টি হয়েছিল , তা তার উপর আত্মবিস্মৃতির জন্ম দেয় এবং আত্মনিয়ন্ত্রনের ক্ষমতা দুর্বল হতেই তিনি আনুগত্যের উচ্চ মর্যাদা থেকে পাপের নিম্ন গহবরে পতিত হন ।" (তাফহীমুল কুরআন , আবুল আলা মওদূদী , পৃষ্ঠা-১৩৩ , ৩য় খন্ড,২য় প্রকাশঃ জানুয়ারী ২০০০ ঈসায়ী,মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স , নয়া দিল্লী ) মুসলমানদের আকীদা হচ্ছে নবী থেকে পাপাচার ও নাফরমানী প্রকাশ পাওয়াএকেবারেই অসম্ভব । নবী আলাইহিস সালাম সকলেই মাসূম , নিষ্পাপ ।
#চলবে।
মউদুদী মতবাদের যে সকল বন্ধুরা জবাব দিচ্ছেন,তাদেরকে বলবে ওহেতুক পাও ক্যাচাল না করে আমি যা লিখছি শুধু তার উপর ভিত্তি করেই আমার লেখা খন্ডন করুন।
**শুধু মাত্র সঠিক দিনের পথে ফিরে এসে সঠিক দ্বীনের উপর চলার জন্যই ক্ষুদ্র প্রয়াস।
আল্লাহ যাকে বুঝ দেন ,কে তাকে গোমড়া করবে।আর যাকে গোমড়া করেন কে তাকে বুঝ দান করবেন।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়ে অনেক কিছু জানতে পারলাম।
চালিয়ে যান জিহাদ মাল মওদূদী, তবে চিরমোনাই, মোজাদ্দেদীয়া, চিশতীয়া, কাদেরীয়া, নকশেবন্দীয়া, ওয়াহবীয়া নিয়ে কবে জিহাদ শুরু করবেন জানাবেন।
ইব্রাহীম আঃ যে, একবার চাঁদকে স্রষ্টা একবার সূর্যকেসহ অনেক কিছুকে স্রষ্টা ভেবেছিলেন-তা কি আল্লাহই বলেননি? এতে তিনি কি শরিক করেননি সাময়িকভাবে এবং পরে একত্ববাদের ঘোষণা দেন্নি?? এর কী ব্যাখ্যা দেবেন?? এটা মওদুদী বললেইঅপাপ হলে আল্লাহর তো পাপ হয়ে গেলো ভাই!!
আগে তওবা করেন! পরে আহলে হ্ক আলেমদের কাছে জিজ্ঞাসা করুন।তাহলেই পাবেন।
আপনার মাদ্রাসা পড়া বেকার যদি নবী সাহারারা মাদ্রাসা না পড়ে থাকেন?
মিয়া কাকে কী বলেন--কুরআন-হাদিস পড়া ফরজ কিন্তু মারদাসা পড়া নয়--স হুস নেই মওদুদীর বিরুদ্ধে বলতে আসেন অন্যের বই থেকে নকল করে? সঠিক জবাব দেবেন বাজে কথা অযৌক্তিক কথা না বলে? সবাই বিচার করবে আপনিও কী? আমি আপনার মত আকাম্মককে আরবী এমনভাবে শেখাতে সক্ষম যাতে আপন আরবীব বলতে পারেন--যা আপনার হুজুররা খননোই আপনাকে শেখাতে পারবেনা। অথচ আমি মাদ্রাসায় পড়ে ইমরুল কায়েসের নোংরা কাহিনী পরিনি। মাদ্রাসায় কী পড়ায় তাও জানি?
*আপনাকে যে প্রশ্ন করছি তার উত্তর দিন আগে।
*আলীয়া মাদ্রাসার ৮০ভাগ ছাত্র শিবির করে।আপনার ফতোয়া মত সবাই ওরা সবাই বৃটিশ সাহাবা এবং ইহা একটি অপ্রিয় সত্য কথা।
*শয়তানের মত দাম্ভিকতা দেখালেন? আপনি কি আরবী জানেন সামনে আসলে বুঝতে পারতাম।আল্লাহ আপনার কাছ থেকে আরবী শিক্ষা অর্জন থেকে আমাকে হেফাজাত করুন।
পারলে সঠিক জওয়াব দেন।ক্যাচাল করেন কেন?
মউদুদীর জন্য এত ভক্তি কেন?ভূল ভূলেই।সে যেই করুক না কেন?
ইসলামের ১৪০০ বছরের ইতিহাসে কুরআন-হাদিসের তাফসির অনেক মনীষরিাই করেছেন।কিন্তু মউদুদীর মত এত নোংরা অপব্যাখা কেউ করেছে আপনি বলতে পারবেন??
কতগুলি মউদুদী অনুসারি আবার আপনার সাথে তাল মিলিয়েছে দেখতিছি।আমার বুঝে আসে না।এরা আমার কথা খন্ডন না করে উল্টা আক্রমন করে কোন সাহসে?
অথচ আমার প্রশ্নের জবাব দিতে না পেরে শিবির প্রসংগ তুলে হাসির পাত্র হলেন। আগে নিজে ইসলাম শেখেন পরে অন্যের দোষ খোজেন-এটাই শেষ নসিহত।
আপনি যে প্রশন্ করেছেন-তা আামদের সমাজে বকলম মানুষের প্রশ্ন?
আপনি ক্লিয়ার প্রশ্ন করুন?
মউদুদীর মত জগাখিচুরি করে বললে তো উত্তর দেওয়া যায় না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পারলে গঠন মূলক জবাব দিন।
এ দুনিয়ায় আর কোন সমস্যা নাই? মওদুদীই কি একমাত্র সমস্যা?
মওদুদীর বিরুদ্ধে ৫০ বছর ধরে লেখা হচ্ছে, তাতে মওদুদীর জামায়াত কি কমছে না বাড়ছে?
আজ বিশ্বে মুসলমানরা অস্তত্বেের সংকটে ভুগছে । কাফের, মোনাফেক, মোশরেক সব আজ একাট্টা হয়েছে মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে । কিন্তু এ চক্ষুষ্মান অন্ধরা তা দেখছেনা । ওদের জন্যই কি আল্লাহ নাযিল করেছের এ আয়াত
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَـٰئِكَ هُمُ الْغَافِلُونَ
আর আমি সৃষ্টি করেছি দোযখের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ।(সূরা আরাফ-১৭৯)
মন্তব্য করতে লগইন করুন