এই প্রশ্ন গুলির সঠিক জওয়াব জানা থাকলে জানালে উপকৃত হবো
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ২৫ মার্চ, ২০১৪, ০৩:০০:৪০ দুপুর
১. রাসুল সা. এর দুধ ভাইয়ের নাম কী ছিল ?
২.রাসুল সা. এর জন্মের কত বছর পর মা আমিনা ইন্তেকাল করেন?
৩.রাসুল সা. এর স্ত্রীদের মধ্যে হযরত হারুন আ. এর বংশধর ছিলেন কে?
৪.আউস ও খাযরাজ গোত্রের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা বিবাদ কিসের মাধ্যমে মিটে যায়?
৫.রাসুল সা. এর নবুয়তের পর কয়বার হজ্ব ও উমরা করেন?
৬.রাসুল সা. এর নাতি-নাতনির সংখ্যা কতজন?
৭.আবু তালিব এবং খাদিজা রা. এর ইন্তেকালের বয়স কে কি নামে ডাকা হয়?
৮.রাসুল সা. এর নিদের্শে কোন সাহাবির জন্য মসজিদে নববীতে স্বতন্ত্র মিম্বর তৈরি করা হয়।
৯.যে বৃক্ষের নিচে হুদাবিয়ার সন্ধি হয়েছিল,বৃক্ষটির নাম কি?
১০.নিম্নের কোন সাহাবি ওহুদের যুদ্ধে শহিদ হননি?
ক.আব্দুল্লাহ ইবনে জাহাস
খ.উতবা ইবনে রাবি
গ.আসিম ইবনে সাবিত।
২/১টির উত্তর জানা থাকলেও জানান।
বিষয়: বিবিধ
১৮৭৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৭ দুঃখ ও শোকের বছর : চাচা আবু তালিব ও স্ত্রী বিবি খাদীজা রা. ইন্তেকাল নবুওয়াতের দশম বর্ষে। আবু তালিবের ওফাতের তিন দিন পর খাদীজা রা. রমজান মাসে ইন্তেকাল করেন। নবীজি সা. এর এ বছরটি দুঃখ বছর বলে আখ্যায়িত করেন।
এগুলো জানতে উৎসাহিত হলাম সবাই! ধন্যবাদ!
বন্ধুরা!যার জানা আছে উত্তর দিন।
ধন্যবাদ।
"""অপ্রিয় সত্য কথা """
এই ধরনের সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
পিলাচ
মন্তব্য করতে লগইন করুন