এই প্রশ্ন গুলির সঠিক জওয়াব জানা থাকলে জানালে উপকৃত হবো

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ২৫ মার্চ, ২০১৪, ০৩:০০:৪০ দুপুর

১. রাসুল সা. এর দুধ ভাইয়ের নাম কী ছিল ?

২.রাসুল সা. এর জন্মের কত বছর পর মা আমিনা ইন্তেকাল করেন?

৩.রাসুল সা. এর স্ত্রীদের মধ্যে হযরত হারুন আ. এর বংশধর ছিলেন কে?

৪.আউস ও খাযরাজ গোত্রের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা বিবাদ কিসের মাধ্যমে মিটে যায়?

৫.রাসুল সা. এর নবুয়তের পর কয়বার হজ্ব ও উমরা করেন?

৬.রাসুল সা. এর নাতি-নাতনির সংখ্যা কতজন?

৭.আবু তালিব এবং খাদিজা রা. এর ইন্তেকালের বয়স কে কি নামে ডাকা হয়?

৮.রাসুল সা. এর নিদের্শে কোন সাহাবির জন্য মসজিদে নববীতে স্বতন্ত্র মিম্বর তৈরি করা হয়।

৯.যে বৃক্ষের নিচে হুদাবিয়ার সন্ধি হয়েছিল,বৃক্ষটির নাম কি?

১০.নিম্নের কোন সাহাবি ওহুদের যুদ্ধে শহিদ হননি?

ক.আব্দুল্লাহ ইবনে জাহাস

খ.উতবা ইবনে রাবি

গ.আসিম ইবনে সাবিত।

২/১টির উত্তর জানা থাকলেও জানান।

বিষয়: বিবিধ

১৮৬৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197700
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:০২
মদীনার আলো লিখেছেন : .রাসুল সা. এর জন্মের কত বছর পর মা আমিনা ইন্তেকাল করেনতাঁর বয়স যখন ছয় বছর তখন তাঁর মা তাঁকে দাদার মাতৃকুলকে দেখাবার নিমিত্তে তাঁকে ইয়াসরিব নিয়ে যান। তিনি তাঁর প্রিয়তম স্বামী আব্দুল্লাহ ইবন আব্দুল মোত্তালিবের কবর যিয়ারতের ইচ্ছুক ছিলেন। মক্কা প্রত্যাবর্তনের পথে আল-আবওয়া (জায়গাটি মস্তুরার নিকটবর্তী যা এখন মক্কা ও মদিনার মাঝখানে সুপ্রসিদ্ধ স্থান) নামক স্থানে বিবি আমেনা রোগাক্রান্ত হয়ে পড়েন এবং কিছুদিন পর সেখানেই মারা যান। মাতৃবিয়োগের শোকে তিনি তখন বিহ্বল হয়ে উঠেন; উম্মে আয়মান তাঁকে মক্কায় নিয়ে আসেন এবং দাদা আব্দুল মোত্তালিবের নিকট সোর্পদ করেন।
197703
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
মদীনার আলো লিখেছেন :
৭ দুঃখ ও শোকের বছর : চাচা আবু তালিব ও স্ত্রী বিবি খাদীজা রা. ইন্তেকাল নবুওয়াতের দশম বর্ষে। আবু তালিবের ওফাতের তিন দিন পর খাদীজা রা. রমজান মাসে ইন্তেকাল করেন। নবীজি সা. এর এ বছরটি দুঃখ বছর বলে আখ্যায়িত করেন।
197704
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
মদীনার আলো লিখেছেন : ১ দুগ্ধপান : মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্মের পর সাতদিন মাতৃদুগ্ধ পান করেন। তারপর আটদিন ছুয়াইবার দুগ্ধ পান করেন। ছুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। আব্দুল্লাহর পুত্র সন্তান ভুমিষ্ট হওয়ার সংবাদ সে স্বীয় মালিককে জানালে আনন্দের আতিশায্যে আবু লাহাব তৎক্ষনাৎ তাকে আযাদ করে দেয়। সে সময় তার কোলের শিশুর নাম ছিল মাছরুহ। তাঁর আগে হামজা ইবন আব্দুল মোত্তালিব এবং তাঁর পরে আবু সালমা ইবন আব্দুল আহাদ মাখজুমিকেও ছুয়াইবা দুধ পান করিয়েছিলেন। (দ্র. মুহাম্মদ ইবন আব্দুল ওহাব নজদী, মোখতাছার সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃ. ১৩)। ছুয়াইবার পর খাওলা বিনতে মুনযেরসহ আরও তিনজন মহিলা তাঁকে দুধ পান করিয়েছিলেন। কিছুদিন পর হালিম সাদিয়া এ সৌভাগ্যের অধিকারী হন।
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৪
147703
অপ্রিয় সত্য কথা লিখেছেন : হালিমা সাদিয়ার কাছে দুধ ভাই কে ছিলেন?
197722
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
ভিশু লিখেছেন : সুন্দর জিজ্ঞাসা...Happy Good Luck
এগুলো জানতে উৎসাহিত হলাম সবাই! ধন্যবাদ!
197747
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আমি বেশ কতগুলির উত্তর জানি।শুধু নিশ্চিত হওয়ার জন্য শেয়ার করলাম।
বন্ধুরা!যার জানা আছে উত্তর দিন।
197753
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
আবু জারীর লিখেছেন : সুন্দর জিজ্ঞাসা।
ধন্যবাদ।
197808
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
নীল জোছনা লিখেছেন : এসব সম্পর্কে নলেজ নাই ভাই।
202126
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :


"""অপ্রিয় সত্য কথা """

এই ধরনের সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File