%% মুসলমানদের ব্যাপারে আহলে হদস তথা আহলে খবিসের ঘৃন্য দৃস্টিভঙ্গি ##

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৯ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৮:২৩ বিকাল



(১)" মিশরের মুসলিম ব্রাদারহুড " হচ্ছে মূলতঃ একটি সন্ত্রাসী সংগঠন ।

(২) চরমোনাই,দেওবন্দী ওয়ালারা শিরকে লিপ্ত।

(৩) " হেফাজতে ইসলামের সর্বজন শ্রদ্ধেয় আমীর আল্লামা শাহ আহমদ শফী (দাঃবাঃ) হচ্ছে একজন বড় মাপের নাস্তিক ও কার্ল মার্কসের অনুসারী , ফেরাউনের কুফরীও আল্লামা শফীর কুফরীকে ছাড়িয়ে যেতে পারেনি "।

(৪) তাবলীগ জামাতের হযরত ইলিয়াস (রহ) মুশরিক ।

(৫) " জামাতে ইসলামী (শিবির) হচ্ছে একটি শয়তান ও কুফৃ দল "।

ঃ----- ...( কথিত আহলে হাদিস নেতা শেখ মতিউর রহমান মাদানি)

তাহলে এই দুনিয়াতে ইসলাম ধর্মের অনুসারী কোন মানুষের অস্তিত্ত্ব নাই ?????????????

বিশ্ব পরিসংখ্যানে সর্বমোট ১৬০ কোটি মুসলিমরা সব নাস্তিক আর কাফীর ???????????????

১৪০০ বছর পরে বৃটিশদের গোলামীর জন্য বৃটিশদের দ্বারা তৈরি গজিয়ে ওঠা নতুন ফেরক্বা আহলে হাদীস ই

কি বিশ্বের একমাত্র জীবিত মুসলিম??????????????

জাতিসংঘের পরিসংখ্যানে (মুসলিম) ১৬০ কোটিরও বেশি।

মুসলিম ব্রাদারহুড ,দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা এবং বিশ্বব্যাপী সিংহবাগ তাদের অনুসারী আল কায়েদা, তেহরিকে তালিবান, হেফাজতে ইসলাম, জবহাতুন নুসরা, বোকো হারাম, আল শাবাব, জমিয়তে উলামায়ে দেওবন্দ আরব , মধ্যপ্রাচ্য, পাকিস্তান, ভারত বাংলাদেশ , বিশ্বের ২০০ প্লাস Country বেষ্টিত তাবলীগ জামাত , (প্রকৃত) সুন্নী মুজাহিদরা এবং চরমোনাই পীর সহ সব নাস্তিক কাফির মুশরিক!!!

একমাত্র বৃটিশদের দ্বারা আবিস্কৃত আহলে হদস তথা আহলে খবিসরা মুসলিম ????????????

বিষয়: বিবিধ

২১৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164451
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
ইমরান ভাই লিখেছেন :
মতিউর রহমান মাদানির কোন লেকচারটি তে তার কথাগুলো পাওয়া যাবে? প্রমান দেন।

খেয়াল রাখবেন, রসুল (সা) বলেছেন, '"মুসলিমকে গালি দেয়া ফাসেকি...."
তিনি আরো বলেছেন,
আর গালিগালাজ করা মুনাফিকের লখ‍্যন (বুখারী)
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
125212
অপ্রিয় সত্য কথা লিখেছেন : ইসলাম,মুসলমানদের মধ্যে বিভেদ সৃস্টি কারি,মুসলমানাকে মুশরিক,কাফির,মুনাফিক বলে যে বদমাইশ গুলি সারাদিন নেটে বসে বসে গোলাবাজি করে ওরা মুনাফিক নয়,বরং ওদেরকে আহলে খবিস বললে বুঝি আমি গালি দাতা হয়ে গেলাম আর আমি অমনিই মুনাফিক হয়ে গেলাম??? এই হাদীস কোন আহলে হদসে আপনাকে বলেছে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪২
125571
ইমরান ভাই লিখেছেন : মাথায় সামান্য ঘিলু টুকু হারিয়ে ফেলছেন মনে হচ্ছে। কি বললাম আর কি বুঝলেন?
অন্ধ তাকলিদ আর কতো করবেন?

কোরআন ও সহিহ হাদিস থেকে বললে বুঝি আহলে হাদিস হয়ে যায়???
তাহলেতো ভালই।
164453
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
প্রিন্সিপাল লিখেছেন : ভাই সত্যকে সত্য বলে স্বীকার করার মন মানসিকতা রাখুন। এক সময় রাসূল (সাঃ)কেও বলা হত, যেমন আপনি তাদেরকে বলছেন। তারা কুরআন ও সহীহ হাদীসের আমল করার জন্য আহ্বান করার কথা বলে এবং শিরক ও বিদয়াত পরিত্যাগ করার কথা বলে। তাই আপনি তাদেরকে আহলে হদস ও আহলে খবীস বলেছেন। আপনি কে তা আমার দেখার বিষয় নয়, আপনি যে, সহীহ হাদীস বিরোধী তা একেবারেই স্পষ্ট। তাই গোরামী ছাড়ুন, কুরআন ও সহীহ হাদীসের দিকে ফিরে আসুন।
আপনি নিজেকে আহলে হাদীস বা অন্য কোন নামে পরিচয় কেন দিতে যাবেন? আপনি কুরআন ও সহীহ হাদীস মেনে চললেই হল।
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
125227
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বৃটিশদের গোলামীর জন্য বৃটিশদের দ্বারা আবিস্কৃত আহলে হদস থেকে শিখতে হবে না।
গোড়ামী আমরা করি না।সৎ সাহস থাকলে বহসে বসতে বলেন এই বেতন ভূক্ত দায়িদেরকে।
164480
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
ঈগল লিখেছেন : আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। তাই আপনার প্রতি অনুরোধ, মতিউর রহমান মাদানী সাহেব কোন কোন লেকচারে উক্ত ফতোয়াগুলি দিয়েছেন দয়া করে উল্লেখ করলে কৃতজ্ঞ থাকব। এবং আমরাও তাঁর বিরুদ্ধে এই রেফারেন্সগুলি ব্যবহার করতে পারবো।
=======================
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
118802
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : আমার খুব ভাললাগে মতিউর রহমান মাদানির লেকচার শুনতে।
http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/7115/sajiblobon/36537
মতিউর রহমান মাদানী সাহেবকে নিয়ে এত আলোচনা/সমালোচনা কেন?
০১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৯
125217
অপ্রিয় সত্য কথা লিখেছেন : শুকরিয়া,আপনার শ্রদ্ধাবোধ জেনে খুশি হলাম।এগুলো তার কয়েকটি লেকচার থেকে সংগ্রহ হয়েছে।চেস্টা করছি আপনাকে একটা একটা করে দেওয়ার জন্য।
171592
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
প্রিন্সিপাল লিখেছেন : আগে মতিউর রহমান সাহেবকে চিনতাম না। তাকে একজন বিভিন্নভাবে গালি দিতে শুনে তার সম্পর্কে জানার কৌতুহল জাগল। পরে তার লেকচার শুনে সত্যিই মুগ্ধ হলাম।
তার প্রতিটি বিষয় কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক।
আমরা জানা ইসলামী শিক্ষায় শিক্ষি না, তাদের জন্য এমন আলেমের লেকচারই শুনা দরকার। কেননা অনেকেই আছেন, যাদের লেকচার শুধু কিসসা কানিহীতে ভরা। আর তিনি (অর্থাৎ মতিউর রমহান) কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক বক্তা।
তবে অনেকে তার বিরোধিতা কেন করেন, তা আমাকে ভাবিয়ে তুলেছে।
তবে আমি সবাইকে আহ্বান করব, আপনারা আমার মতই তাকে তার লেকচারগুলি শুনুন এবং আমি বিশ্বাস করি, সত্য পেয়ে যাবেন।
আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যকে সত্য বলে জানার এবং তা অনুসরণ করা এবং মিথ্যাকে মিথ্যা বলে জানার ও তার হতে বিরত থাকার তাওফীক দান করুন। আমীন।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
125682
অপ্রিয় সত্য কথা লিখেছেন : ইসলাম ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির জন্য তার অপবঃয়ান গুলি খুবই কার্যকর।যারা এ দরনের অপকর্ম করতে চান,তার এই বেকুবের ভিডিও গুলি শুনুন।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
125692
প্রিন্সিপাল লিখেছেন : আপনার কথায় কুরআনের আয়াতটি মনে হল:
আল্লাহ তায়ালা বলেন: যখন তাদেরকে বলা হয়, তোমরা ঈমান আন, তারা বলে: আমরা কি ঈমান আনব? যেমন বেকুফরা ঈমান এনেছে? ওহে ওরাই বেকুফ কিন্তু ওরা বুঝে না।)

আপনি তো তাদের মতই বললেন।
যিনি সুন্নাতের পক্ষে বিদয়াতের বিপক্ষে কথা বলেন, তাকেই বিদয়াতী বললেন।
আসলে সুন্নতের পথে চললে, বিদয়াত ছেড়ে দিলে পকেট গরম হবে না, তাই তো?
তবে জেনে রাখুন: জনগণ আপনাদের ভাওতাবাজী বুঝে গেছে।
দেখেন না আগের মত আর কুরআন খতম হয় না? অর্থাৎ লোক ভাড়া করে খতম।
যেমন আমি মতিউর রহমান সাহেবেন কয়েকটি লেকচার শুনেই, নিজেকে সংশোধন করতে পেরেছি।
তবে আপনি হয়ত, সংশোধন হবেন না। কেননা সংশোধন হলে, আপনার ক্ষতি হবে।
পারবেন না: মিলাদ পড়তে, যাতে রয়েছে পকেট গরম করার উত্তম পন্থা।
পারবেন না: শবে বরাত পালন করতে, যাতে বছরের অর্থ উপার্জন করে নিতে পারবেন।
আরো কত কিছু হতে বঞ্চিত হবেন, তার গণনা আপনার কাছেই আছে।

সবাইকে বলব: আমরা মত সাধারণ শিক্ষিত যারা আছেন, তারা মতিউর রহমান সাহেবের লেকচারগুলি শ্রবণ করুন। তাতে ইসলামের আসল রূপ জানতে পারবেন।
আল্লাহ তায়ালা আামাদেরকে ইসলামকে সঠিক পন্থায় বুঝার তাওফীক দান করুন। আমীন
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
125718
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনার দলীল দিয়ে প্রমান করলেন যে আপনার মতি চাচার কাছে ওহী আসে নবীদের মত।এই জন্য উনার কথা যারা শুনবে না,তাদের জন্য এই আয়াত প্রযোয্য???
এই তো আহলে হদসের চরিত্র।কথায় কথায় মুসলমানদেরকে কাফির,মুশরিক বলে অথচ তারা নিজেরাই যে ঐ দলের অর্ন্তভূক্ত তা তারা বলে না।
180750
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
মাজহার১৩ লিখেছেন : আহলে হাদিসের মত কন বিষয় নিয়ে কথা বলা সময় নষট।
207057
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : রেফারেন্স বিহীনভাবে এভাবে বিদ্বেষ ছড়ানো উদ্দেশ্যমূলক।

রাসূলুল্লাহ(স) এর বাণী, কর্ম ও অনুমোদন হচ্ছে হাদীস। হাদীস শব্দটি সকলের নিকট পবিত্র। আপনি এ শব্দটিকে বিকৃত করে খবীস করেছেন। আল্লাহর আযাব এর ভয় করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File