নওগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১০ ডিসেম্বর, ২০১৩, ০৬:৩৭:১০ সন্ধ্যা
নওগাঁর রানীনগরে হরতালকারী জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ব্যবসায়ীদের। এতে নিহত হয়েছেন জামায়াতের এক কর্মী।
আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল থেকে মঙ্গলবার সকালে দোকান ভাংচুর করা হলে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হন। এর মধ্যে জামায়াতকর্মী শুকবর আলী (২৫) বিকালে মারা যান বলে রানীনগর উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সংর্ঘষের সময় নয়া দিগন্তের স্থানীয় প্রতিনিধির মটর সাইকেলসহ পাঁচটি গাড়ি এবং সাতটি দোকান ভাংচুর হয় বলে রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন।
নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সোম ও মঙ্গলবার হরতাল ডাকে জামায়াত।
ওই হরতালের সমর্থনে সকাল সাড়ে ৯টার দিকে রানীনগরের আবাদপুকুড় মোড়ে প্রথমে একটি ট্রাক্টর এবং পরে কয়েকটি দোকানে ভাংচুর করলে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলে বলে স্থানীয়রা জানায়।
উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সময় সাতটি দোকান ভাংচুর হয়। খবর পেয়ে পুলিশও সেখানে যায়।
রানীনগর থানার ওসি মাসুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।”
আহতদের মধ্যে শুকবর আলীকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় নওগাঁয়।
অবস্থার অবনতি দেখে শুকবরকে রাজশাহী পাঠানো হলে সেখানে নেয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির মোস্তফা।
শুকবরের বাবার নাম হাতেম আলী, তার বাড়ি রানীনগরের ভান্ডারগ্রামে।
শুকবরের মৃত্যুর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জামায়াত নেতা মোস্তফা।
সংঘর্ষে আহত জামায়াতকর্মীদের মধ্যে রয়েছেন দুলাল হোসেন (৩৯), মোজাহার আলী (৫২), হাসান আলী (২০), নুর ইসলাম (২২) ও তোজাম্মেল হক (৫৫)। এর মধ্যে হাসান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জামায়াত নেতা মোস্তফা জানিয়েছেন।
সংর্ঘষে আহত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন- হেলাল উদ্দীন (৪০), বেলাল মন্ডল (৪৫), রবিউল ইসলাম (৩৫), সাহাদ আলী (৪৫), আব্দুল ওহাব (৫২), রুহুল আমিন মন্ডল (৩০), শাজাহান প্রাং (৪২), আব্দুল করিম (৪৮)।
আহতদের বগুড়া, আদমদীঘি, নওগাঁ ও রাণীনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি মাসুদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উৎসঃ বিডিনিউজ২৪
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন