জামাতিদের অমুসলিম প্রীতি ও মুসলমানদের উপর জুলুমের নমুনা

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ২৪ নভেম্বর, ২০১৩, ০৬:৩৮:২৭ সন্ধ্যা



অমুসলিম মজলুমদের প্রতি জামাতে মউদুদীদের দরদ দেখে টাসকি খাইলাম।আমরা সবাই মজলুমের পক্ষে,ইহাই স্বাভাবিক।সে যে ধর্মেরই হোক কেন?কারন,আমাদের ধর্মীয় শিক্ষা হল জুলুম করা হারাম।



তো মজলুমের অধিকার আদায়ের জন্য মিছিল করতে নেমে যে কতগুলি গাড়ী ভাংচুর করলেন??? কার গাড়ী এবং কেন এই ভাংচুর??

দীর্ঘ ৫বছর জালেম আ.লীগের জুলুমের জবাবে আপনারা বার বার সাধারন মানুষের জাম-মাল,ইজ্জত-আব্রর উপর আঘাত করেছেন।কত মানুষের শেষ সম্বল একটি রিকশা বা সি এন জি বা অন্যকিছু জ্বালিয়ে দিয়ে তাকে করেছেন সর্বহারা। ওরা তো সংখ্যালঘুও নয়।সংখ্যা গরিস্ঠ মুসলমান।ওরা কি মজলুম হয়না?? জামাতি বন্ধুরা।

মাসয়ালা হল-যে জুলুম করে ,তাকে শক্তি থাকলে জুলুমের বদলা নেওয়া।কিন্তু আপনার বার বার সাধারন মানুষের জান-মালে ক্ষতি করে কিসের বদলা নেন?

এতে কি আপনারা জালিমের তালিকা ভূক্ত হোন না?

অন্য গুলি বাদই দিলাম আজকে চট্রগ্রামে হরতাল করতে গিয়ে যে তান্ডব করেছেন???ইহা কোন ইসলামের আদর্শ???

সর্বশেষ জুলূমের ব্যাপারে একটি হাদিস-রাসূল সা. ইরশাদ করেন-মজলুমের বদদোয়ার ব্যাপারে তোমরা (আল্লাহ কে) ভয় করো।নিশ্চয় মজলুম এবং আল্লাহর মাঝ খানে কোন পর্দা থাকে না।

অপকর্ম করেন ভাল কথা?? কিন্তু ইসলামের আর অপব্যাখা করবেন না দয়া করে।

বিষয়: বিবিধ

১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File