ফ্লিম্নি কায়দায় রিমান্ড চলছে

লিখেছেন লিখেছেন কামরুল হাছান মাসুক ০১ এপ্রিল, ২০১৩, ০৮:৪৬:৫৮ সকাল



ফ্লিম্নি কায়দায় রিমান্ড চলছে

কামরুল হাছান মাসুক

আপনারা, আমরা যারা ছবি অথবা মুভি দেখি তারা নিশ্চয়ই রিমান্ড নামক নির্যাতনের সাথে পরিচিত হয়ে আছেন। বলিউড, হলিউড এমনকি বাংলা মুভিতেও রিমান্ড নামক জিনিষটি মুভিতে ব্যাপক হারে দেখায়। আপনারা সকলেই জানেন, রঙ্গিন দুনিয়ায় যা দেখায় তা বাস্তবে কখনো ঘটে না। ঘটাও নাকি সম্ভব হয় না। ছবি বা মুভিতে একটা জিনিষ দেখায় কল্পনাকে আশ্রয় করে। আমরা টাইম মেশিন অথবা অন্য অনেক জিনিষের নাম শুনেছি যা সমস্ত কিছুই কল্পনা। স্পাইডারম্যান, ব্যাডম্যান অথবা আইরন ম্যান অনেক কিছুই আছে যা কাল্পনিক চরিত্র। এগুলো বাস্তবে সম্ভব না। বাস্তবে রূপ দেওয়াও সম্ভব না। কিন্তু বাংলাদেশে আজকাল যা হচ্ছে তা ছবি বা মুভির কাহিনীকে হার মানাচ্ছে। বিরোধী দলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিককেও যে ভাবে রিমান্ড নির্যাতন করছে তা হলিউউ, বলিউড ছবির নির্মাতাকেও হার মানাচ্ছে। আপনারা যারা অনুচ্ছেদটি পড়ছেন তাদের উদ্দেশ্য বলি, আপনাদের পরিচিত কেউ যদি হলিউড, বলিউডে অথবা বাংলা ছবিতে পরিচালনা করেন তাদের বলবেন তারা যেন বাংলাদেশের থান, আদালত গুলো একটু ঘুরে যায় তাহলে তারা নতুন নতুন রিমান্ডের কায়দা কানুন দেখতে পারবেন এবং ইচ্ছা করলে ছবিতে দেখাতে পারবেন। আর যারা পাঠক অথবা সাধারণ নাগরিক আছেন তাদের উদ্দেশ্য বলি, আপনারা যদি মুভি অথবা ছবির জিনিষকে বিশ্বাস করতে না চান তাহলে আদালত চত্বরে একবার এসে দেখতে পারেন। আপনাদের যদিও রিমান্ডের চিত্র দেখতে দিবে না তবুও শুনতে পারবেন। ফেসবুকের বিভিন্ন পেইজে গেলেও রিমান্ডের কিছু চিত্র পাবেন। যারা কথায় বিশ্বাস করতে চাচ্ছেন না তাদের বলি, আপনি একবার বিরোধী দলের হয়ে একদিনের রিমান্ড খেয়ে আসুন। দেখতে পারবেন কি অবস্থা। তার পর ও ভাবি এত রিমান্ড নির্যাতন সহ্য করে আন্দোলন করছে। তাদের মনোবল কথটা উচু হলে এটা করা সম্ভব হয়। রিমান্ড মানেই যে মারপিট, নির্যাতন করতে হবে জিনিষটা এরকম না। যারা বুঝে না তাদের বুঝিয়েও লাভ নেই। যারা বুঝেন তারা নিশ্চয়ই বিষয়টা ধরতে পেরেছেন।

কসবা, বি-বাড়ীয়া।

বিষয়: রাজনীতি

১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File