ছাগু বনাম হাগু

লিখেছেন লিখেছেন কামরুল হাছান মাসুক ২৪ মার্চ, ২০১৩, ১০:৪৮:৩৬ সকাল



ছাগু বনাম হাগু

কামরুল হাছান মাসুক

আপনারা নিশ্চয়ই ছাগু কাদের বলা হয় চিনতে পারছেন। ফেসবুকে আজকাল ছাগুটা বেশি চলছে। কথায় কথায় ছাগু বলা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়ে গেছে। যাদের ছাগু বলা হচ্ছে তারাও কম না। তারা ওদের আবার হাগু বলছে। হাগুদের আচার আচরণ যথেষ্ট সন্দেহজনক। ওরা নিজেদের অনেক বুদ্ধিজীবী ভাবে। ওরা মনে করে ওদের মত বুদ্ধিমান লোক পৃথিবীতে দ্বিতীয়টি নেই( আসলে ওরা মহাগাঁধা)। ওরা কখনো অন্য লোকদের কথা সহ্য করতে পারে না। আপনাদের জ্ঞাতার্থে আমার একটা অভিজ্ঞতার কথা বলছি, আমি একটা সময় হাগুপ্রিতিতে চলে গিয়েছিলাম। আমিও মনে করতাম ওরা অনেক বুদ্ধিমান। ওদের বেশিরভাগই উচ্চশিক্ষিত। আমিও তাদের সাথে ঘুরতে লাগলাম। তাদের আদর্শে আদর্শনায়িত হয়ে তাদের সাথে গলায় গলায় চলতে লাগলাম। একটা সময় দেখলাম তাদের সকল আদর্শ মদ, গাঁজা, নারীর প্রতি। ওরা ধর্ম মানে না। আবার ধর্মের নির্দশন বললে কোন যুক্তিও দাঁড় করাতে পারে না। অযথা কথার মাঝে তর্ক করে। নারী, মদ, উৎশৃখল আচরণ হচ্ছে ওদের একমাত্র সম্ভল। কাউকে শ্রদ্ধা করতে পারে না। না পারার কথাই। নিজেদের এতটাই বুদ্ধিমান মনে করে যে, ওরা নিজেরা ভাবে এক একজন এক একটা রাষ্ট্র চালাতে পারে। আসলে যে ওরা কিছুই করতে পারে না তা নিজেরাও জানে না। কিছুদিন ওদের সাথে মিশে প্রাণিগুলির আচার আচরণ লক্ষ করলাম। সভ্যতার লেশ মাত্রও তাদের মধ্যে নেই। বেখায়াপনা, নির্লজ্জ আচরণ ছাড়া ওদের মাঝে আর কিছু নেই। আমি ওদের সাথে মিশে ওদের মত হতে পারি না। মাঝে মাঝে ওদের কথায় প্রতিবাদ করি। ওদের বলি, আসলে আমাদের এভাবে চলা উচিত না। পৃথিবীর কোন সভ্য জাতি এভাবে চলতে পারে না। ধর্ম মানো না এটা তোমাদের ব্যাপার। কিন্তু ধর্মের নামে কোন অপবাদ অথবা কোন ধর্মকে অবমাননা করা তোমাদের সাজায় ন া। কারোই সাজায় না। যার যার ধর্ম সে পালন করবে। কারো ধর্ম নিয়ে কারো কটাক্ষ করার অধিকার নেই। ওরা বলে, ইসলাম ধর্ম নিয়ে নাকি কটাক্ষ করার অধিকার আছে। ওদের বুঝিয়ে ও পারা যায় না। ওরা সৈরাচারির মত বলতে থাকে ওদেরটাই সঠিক। বাকি সব ভুল। আমাকে ছাগু বলা আরম্ভ করে। কাঁটাল পাতা বলা আরম্ভ করে। আমিও কম যাই না। আমি তাদের বলতে থাকি আমি যদি ছাগু হই। তরা হবি হাগু। ছাগুর চেয়ে হাগু অনেক খারাপ। ছাগু মানে ওরা বলে ছাগল। আমরা যারা আছি তারা বলি হাগু। হাগু মানে পিচ্চি পোলাপান পায়খানা করলে যা দাঁড়ায় তা হচ্ছে হাগু। ছাগুর চেয়ে নিশ্চয়ই হাগু অনেক ভাল। ওদের বুঝাতে চেষ্টা করলাম। আরে আমরাও ছাগু না তরাও হাগু না। ছাগু, হাগু কারো নাম বা পদবী হতে পারে না। আমরা মানুষ। সৃষ্টির সেরা জীব। আমাদের এগুলো করা মানায় না। তরা যদি ধর্ম না মানিস তাহলে তদের জোর করে কেউ মানাতে চাইছে না। মানলে মান না মানলে ভাগ। কিন্তু যারা ধর্ম বিশ্বাসী তাদের ক্ষেপিয়ে তরা উপরে উঠতে চাস কেন? ওরা তখন হাসে। আমি ভাবি, হায়রে মানুষ। আমার মনে হয় হাগুদের কেউ পছন্দ করে না। ওরা সবসময় হতাশায় ভোগে। এই কারণে মাঝে মাঝে ধর্মের অবমাননা করে টপে উঠতে চায়। টপে উঠার জন্য কিছু পত্রিকা এবং একটা রাজনৈতিক দলকে ব্যবহার করে। হাগুদের থেকে সাবধান। ওদের মুখ থেকে সবসময় দুর্গন্ধ বের হয়। কিসের দুর্গন্ধ বুঝতেই পারছেন।

কসবা,বি-বাড়ীয়া

বিষয়: বিবিধ

১৬৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File