লংমার্চ নিয়ে যে যা ভাবেন

লিখেছেন লিখেছেন কামরুল হাছান মাসুক ০৪ এপ্রিল, ২০১৩, ০৯:৫৩:১৫ সকাল

লংমার্চ নিয়ে যে যা ভাবেন

লংমার্চ নিয়ে অনেকেই অনেক কিছু ভাবছেন। কেউ ভাবছেন লং মার্চ মানে মার্চ মাসে কোন একটা অনুষ্ঠান। আবার অনেকে ভাবছেন, লংমার্চ নাটক দেখেছিলাম। ঐ খানে দেখেছি এটি একটি প্রতিভা বিকাশ কেন্দ্র। এখানে প্রতিভারা থাকেন। প্রতিভা না হলে লংমার্চে থাকা যায় না। অনেকে সত্যি সত্যি ভাবছেন এটা মনে হয় মার্চ মাসের কোন দিবস। মার্চ মাসের কোন দিবস হলে এটা এপ্রিল মাসে দিবে কেন। আপনারা যা ভাবছেন তার কিছুই না। এটা মার্চ মাসের কোন দিবস না। মার্চ মাসের কোন অনুষ্ঠানও না। এটা কোন প্রতিভা বিকাশ কেন্দ্রও না। এটা হচ্ছে একটা আন্দোলনের নাম। বিভিন্ন সময় এই আন্দোলন হয়েছে। প্রতিবাদ স্বরূপ এই আন্দোলনের ডাক দেওয়া হয়। বাংলাদেশেও অনেক বার ডাক দেওয়া হয়েছে। একবার ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে ডাক দেওয়া হয়েছিল। আরও অনেকেই ডাক দিয়েছেন। এবার ডাক দিয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশ। নাস্তিকদের বিরোদ্ধে এই ডাক। নাস্তিকদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মনে হয় কোন দরকার নেই। সবাই তাদের চিনেন। মেয়ে নিয়ে ঘুরে। মদ গাঁজা পানি খায়। হত্যা, ঘুমের সাথে জড়িত থাকে। চেহারায় সব সময় চোর চোর ভাব বিরাজ করে। এতদিন এরা ওদের মদ্যেই সীমাবদ্ধ ছিল। ওদের মধ্যে সীমাবদ্ধ থাকলে জনগণের কিছু বলার ছিল না। ওরা এখন অন্য ধর্মের নামে কুতসা রটনা করে বেড়াচ্ছেন। ধর্মপ্রাণ মানুষদের আঘাত দিচ্ছেন। ধর্মীয় নেতাদের তীব্র অবমাননা করছেন। ওদের বিরোদ্ধে অবস্থান কর্মসূচীর একটি অংশ হচ্ছে লংমার্চ। শান্তিপূর্ণ একটা কর্মসূচী। এর মাধ্যমে সরকারকে দেখানো যে, আমরা প্রতিবাদ করি। আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। তবুও জনগণের কথা চিন্তা করে কিছু করি না। আমরা শান্তিপূর্ণ অবস্থান কমসূচী পালন করে খুশিয়ারি উচ্চারণ করতে চাই ধর্মের বিরোদ্ধে যেন কোন ব্যক্তির কোন কথা বলার সাহস না থাকে। স্পর্দা না দেখায়।

বিষয়: রাজনীতি

১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File