প্রেম ও চোরাবালি
লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪০:১১ রাত
ওহে জীবনানন্দের বনলতা
তুমিতো জানতে
এ তো ব্যর্থ প্রচেষ্টা,
সংখের মোহনায় বালির বাঁধ।
ওহে ফররুখ এর দিলরুবা
তুমি তো জানতে
এটি বাংলার স্বাধীনতার মতো
যা পেয়েছি তার চেয়ে বেশী বমি হয়ে যাচ্ছে!
তুমি জানতে এ মরু সাহারার মরিচিকা
যেখানে শুধু হতাশা।
এতো কক্সবাজার সমুদ্র সৈকতের চোরাবালি
একবার যেখানে গিয়ে পড়লে
আর ফেরা যায়না।
আগেই নাহয় বলতে
আমায় ভোলো..…..…!
এই প্রেম যে চোরাবালি
শোকাহত প্রেমিক ছাড়া বুঝবেনা কেউ,
কেউ না!
বিষয়: সাহিত্য
১১৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শোকাহত প্রেমিক ছাড়া বুঝবেনা কেউ,
কেউ না!
আসলেই। সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন