অপেক্ষা

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৮:১৯ সন্ধ্যা

শুধু একটি কবিতার জন্য

হারিয়েছি কত ভোরের স্নিগ্ধতা

ঘাসের ডগায় মুক্তার মত কতশত শিশিরবিন্দু

রোদের প্রখরে হারিয়ে যায়

তবুও কবিতা অধরাই রয়ে যায়!

শুধু একটি কবিতার জন্যই

হারিয়েছি কত উদাস-দুপুরের নির্জনতা

বটের ছায়ায়

দুপুর গড়িয়ে সন্ধা পেরোয়

পাখিরা নীড়ে ফিরে যায়

ফেরা হয়না আমার

শুধু একটি কবিতার জন্যই

শুধু একটি কবিতার জন্যই

গোধুলী বেলায় দিগন্তের সীমানায়

টুকটুকে লাল অরুণটাকে

কতবার যে বিদায় করে দিয়েছি!

কবিতা আসবে বলে;

রক্তিম সূর্যটা ফিরে আসে, কবিতা আসেনা!

আড়ালেই রয়ে যায়!

শুধু একটি কবিতার জন্যই

কত নির্জন রাত জেগেছি

জোনাক পোকার সাথে

দিনের আলোয় জোছনারা হারিয়ে যায়

আমি শুধু রয়ে যাই,

একটি কবিতার অপেক্ষায়!

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260462
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১০
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
260467
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : শুধু একটি কবিতার জন্যই
কত নির্জন রাত জেগেছি
জোনাক পোকার সাথে
দিনের আলোয় জোছনারা হারিয়ে যায় Rose Rose Rose
260468
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৫
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : চমত্‍কার প্রকাশভঙ্গি.... ভালো লাগলো। ধন্যবাদ লেখককে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File