নৈতিকতার মৃত্যু

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ০৭ মে, ২০১৪, ১১:৩১:০৪ রাত

তুমি বলছ "একখানা বুলেট

নতুবা তীর দিয়ে

ফুটু করতে পারি তোমার বুক।

তবু কিনা গোলাপ ছিড়তে পারিনা।"

কারণ?

জিজ্ঞাসার উত্তরে তুমি বল কবি,

"গোলাপ পবিত্র।

গোলাপ নিষ্পাপ উদারতার

প্রতিচ্ছবি।"

গোলাপ নিষ্পাপ জানি

গোলাপের ঘ্রাণ

পবিত্র জাফরান তাও মানি।

কিন্তু যখনঃ

বন্ধু রুপিনী শয়তান

হাতে গোলাপ নিয়ে

আধুনিকতার কাফন জড়িয়ে

নৈতিকতার কবর রচনা করে তখন?

যখন সংকীর্ণ প্রেমালিঙ্গনে

আবদ্ধ হয়, গোলাপের গন্ধের

উদারতা।

তখন?

যখন আমার তোমার মত

নিষ্পাপ সরলতার মৃত্যু ডাকে

ভালবাসার অভিনয় করে,

তখন?

তখন গোলাপ আর গোলাপ থাকেনা।

নিষ্পাপ, পবিত্র, উদারতার

আড়ালে দেখি মৃত্য,

নৈতিকতার করুণ মৃত্যু।

বিষয়: সাহিত্য

১০৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218787
০৭ মে ২০১৪ রাত ১১:৩৫
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম...
০৭ মে ২০১৪ রাত ১১:৪৮
166732
সত্যপিয়াসী লিখেছেন : অনেক ধন্যবাদHappy
218789
০৭ মে ২০১৪ রাত ১১:৫৩
নীল জোছনা লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান
০৮ মে ২০১৪ রাত ১২:০৫
166733
সত্যপিয়াসী লিখেছেন : ধন্যবাদ
218801
০৮ মে ২০১৪ রাত ১২:৩২
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
218824
০৮ মে ২০১৪ রাত ০১:২২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File