ছেড়ে দাও তাকে

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ০৬ মে, ২০১৪, ১০:৫২:২১ রাত

জাতিকে খেদমত দিতে চাও কি নারী?

নাকি ছিড়ে ফেলবে ইতিহাসের স্বর্নালী পাতাগুলো।

তুমি-ই জাতির শক্তির মূল ঝর্নাধার্তো মা থেকেই বেরিয়ে আসে

আমার সাহসী অদম্য্ স্ফুলিঙ্গরা

অনন্ত চেতনার শ্রোতধারা

তুমি জাতিকে হতাশ করো কেন?

তুমি পুরুষ হয়োনা,

পুরুষ হতে চাওয়া মানেই তুমি

আনাড়ি অযোগ্য

তুমি তার প্রতিযোগী নও

তার সহযোগী

তোমার দুর্বলতা সম্পর্কে প্রকৃতি জ্ঞানই

তোমার মূল শক্তি।

তোমার দুর্বলতা আমার চেতনার হন্তারক।

তোমার মমতা ও কোমলতায়্

বিকলাঙ্গ আমার মূল্যবোধ্।

দুর্বলতাই তোমার সেরা সম্পদ্

পুরুষ হতে যেয়োনা তাতেই তুমি

অবলা আনাড়ী ও অযোগ্য।

তুমি পুরুষ সাজলে আমার ঐতিহ্যের সমাধী।

পুরুষ হতে চেয়োনা সেতো আমার্

অনুভুতিতে ঘিরে ধরা

ক্যান্সার সক্রামক প্লেগ্

জীবন বিধ্বংসী কলেরা।

তুমি মা হও নারী

এক্জন প্রকৃত মাতাই

একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যত।

তুমি জাননা

দুর্বলতাই তোমার খোদা প্রদত্ত

শৈল্পিক সম্পদ্।

তোমার আঁচলে বন্দি সব্

তরুন কে ছাড় ছেড়ে দাও তাকে

দ্বিগুন উৎসাহে ঝাপিয়ে পড়ুক্

অসম স্নায়ু রণ-যুদ্ধে,

সব জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে।

বিষয়: সাহিত্য

১০৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218510
০৭ মে ২০১৪ দুপুর ০২:১৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চমৎকার কবিতা কিন্তু কোন কমেন্ট দেখছি না। কবিতার ছন্দ নিয়ে নয়, কবিতার মূল ভাব অনেক গভীর। দারুন কবি, এগিয়ে যান, লিখতে থাকুন দু’হাতে সমান তালে, সব্যসাচীর মত।
০৭ মে ২০১৪ রাত ১০:০৭
166719
সত্যপিয়াসী লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আমি কমেন্ট না হওয়া নিয়ে মোটেও বিচলিত নই। উৎসাহ হারানোর ভয় ও নেই। কারণ আমি পাঠকের জন্য লিখিনা। দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File