এইতো সময়
লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ২৩ জুন, ২০১৩, ১১:২২:০২ রাত
এইতো সময় রাত দুপুরে
ঘর ছেড়ে আজ বাহির হবার
জোছনা নদে সাতার কাটার
এদিক হতে ওদিকে আজ দাপিয়ে বেড়ার।।
এইতো সময় দূর করে আজ
সব দ্বিধা ভয়, গল্প করার
শান্ত হাওয়ার পরশ নেবার
চাঁদের বুকে আলতো করে হারিয়ে যাবার।।
এইতো সময় আলতো পায়ে
গহীন বনে পালিয়ে যাবার
পাখির সাথে সুর মেলাবার
হাসনা হেনা টগর বেলীর সুবাস নেবার।।
এইতো সময় নদীর ঢেউয়ে
রুপেলি আলোর ঝলক দেখার
প্রেমের নেশায় মাতাল হবার
উদাস হয়ে জোছনা রাতের কাব্য লিখার।।
বিষয়: সাহিত্য
৪১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন