জীবন্ত নদী
লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ১৯ জুন, ২০১৩, ০৭:২১:৫৪ সন্ধ্যা
মানুষ যেনো জীবন্ত এক নদী
ছোট্ট কালে,
পাথর ভেঙ্গে ঝর্ণা হয়ে
ছুটে নিরবধি।
সংকীর্ণ দুকুলে তার
ভাঙ্গন চলে সমান তালে
নিয়ে তীব্র গতি।
দিন যত যায়, নদী বড় হয়
চলার গতি তত ধীর হয়।
শেষে এসে বাঁধাহীন
সাগরে এসে হয় বিলীন
হারিয়ে নিজের অস্থিত্ব
হয় সে বড় তৃপ্ত।
তেমনি মানুষ ছোট্ট কালে
থাকে আপোষহীন।
ধীরে ধীরে
বাড়তে থাকে চলার গতি
যৌবনে সে নিসংশ, ভয়হীন।
দিন যত যায়
চলার গতি ধীর হয়ে যায়।
এক সময়ে
তৃপ্তি নিয়ে মাটির গর্ভে
হবেই তো সে বিলীন!
বিষয়: সাহিত্য
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন