আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে
লিখেছেন লিখেছেন ানিক ফেনী ১৯ মার্চ, ২০১৩, ০৬:৩৭:১০ সন্ধ্যা
বুডিগঙ্গার ঢেউয়ে হয়তো ঢাকা তলিয়ে যেতে পারে,
বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস বদলাতে পারে।
নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ,
মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধাদের দন্ধ।
রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি,
শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার চাবিকাঠি।
এই বীরদের মাটি বীরদের ঘাঁটি শহিদের বাংলায়,
জনতার ভোটে কিংবা ভোট লুটে যে যাক ক্ষমতায়।
নাস্তানাবুদ হবে যদি ইসলামের ভুল ব্যাখ্যায় যায়।
অনেকে বলে হুজুগে জাতির দেশ নাকি বাংলাদেশ,
তাই বলে হবেনা এদেশ হুজুগির ইসলামের দেশ।
দপায় দপায় বদলায় এদেশের রঙ-ঢং ও পরিবেশ,
কিন্তু বদলাবে না ইসলামে দেওয়া কোরানের নির্দেশ।
ইসলাম বাংলাদেশের নব্বই ভাগ মানুষের অন্তরে,
আর কিছু থাক বা না থাক এদেশে ইসলাম থাকবে।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন