ভয়াবহ সংকটে বাংলাদেশের অর্থনীতি
লিখেছেন লিখেছেন ানিক ফেনী ১৪ মার্চ, ২০১৩, ০৮:০৫:২৭ রাত
রাজনৈতিক অস্থিরতায় ভেঙ্গে পডতে বসেছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড।দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। ইতিমধ্যে পন্য সরবরাহে এক ধরণের স্থবিরতা দেখা দিয়েছে। ব্যহত হচ্ছে কলকারখানার উৎপাদন।বন্ধ হচ্ছে দোকানপাট ব্যবসা বানিজ্য।সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। বেডে যাচ্ছে নিত্যপন্যের দাম। চট্রগ্রাম বন্ধরের কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি-রফতানির। একইভাবে বিনিয়োগে বাধাগ্রস্ত হচ্ছে।দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পডতে শুরু করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি টাকার দেশীও সম্পদ,অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার বাধাগ্রস্ত হওয়ায় কৃষকেরা সম্মুখীন হচ্ছে তাদের ফলনকৃত ফসলের জন্য হুমকি মুখোমুখি। সহিংস ঘটনার কারনে রাস্তাঘাত,সেতুসহ রাষ্ট্রীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।সহিংসতা দীর্ঘস্থায়ী হওয়ার কারনে দেশের সামগ্রিক অর্থনীতির কাঠামো ক্রমশ দুর্বল হয়ে পডতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসের টানা হরতালের পাশাপাশি থেমে থেমে হরতাল ও বিভিন্ন ধরণের সরকারি ছুটি অর্থনীতিকে টালমাটাল অবস্থায় নিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহজুডে রয়েছে হরতাল ও সরকারি ছুটির আমেজ। এতে পন্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টিসহ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার ছাডা বাকী দিনগুলো সরকারি ছুটি ও হরতালের কবলে থাকবে দেশ। শুক্র ও শনিবার সরকারি চুতি,রবিবার বঙ্গবন্ধু সেখ মজিবুর রহমানের জন্ম দিনের ছুটি, সোম ও মঙ্গলবার বিএনপি সহ ১৮ দলের হরতাল, বৃহস্পতিবার রাজধানীর বাইরে ঢাকা জেলায় হরতাল কর্মসূচি এবং শুক্র ও শনিবার নিয়মিত ছুটি। এই দিনগুলিতে সহিংসতা বাডলে পরের সপ্তাহ জুডে থাকতে পারে টানা হরতাল। হায়রে আমার সোনার বাংলার মানুষের ভাগ্যে কি লিখা আছে ?
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন