ঈদের খুশীর চাঁদ

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ২৯ জুলাই, ২০১৪, ১২:২৪:২৮ দুপুর

নীল আকাশে উঠেছে ঈদের চাঁদ,

হাসি আনন্দে নিবো ঈদের স্বাদ ।

রাস্তাঘাটে পুকুরপাডে মধ্যমাঠে,

সকল বয়সীদের ভীড জমেছে ।

কার আগে কে দেখবে ঈদের চাঁদ,

সালাম দিয়ে করবে মনকে শান'ত ।

পুরো মাসের উপভাসের ফলাফলে,

ঈদ যে এনেছে খুশীর বন্যা ঘরে ঘরে ।

বিভেদ ভুলে সব মতবাদ নির্বিশেষে,

ধনী গরিব এক কাতারে নামায পডে ।

ঈদের আনন্দে নতুন সাজে সাজিয়া,

বন্ধুদের নিয়ে পাডায় পাডায় ঘুরিয়া ।

দেখছে মেহেদী পাতার রং তুলিতে,

ঈদের খুশী সকলের হাতের তালুতে ।।

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249268
২৯ জুলাই ২০১৪ দুপুর ০১:০২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
249290
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : মহিমান্বিত বরকতময় এই দিনে গাজাসহ বাংলাদেশ
ও বিশ্বের সকল মুসলিমদের শান্তিও কল্যাণ কামনা করছি ।
249307
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪০
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : অন্য রকমের ঈদ শুভেচ্ছা নিয়ে একটি কবিতা লিখেছি, আমার টাইমলাইনে। পড়ার অনুরোধ রইল। Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File