প্রবাসী বাবা
লিখেছেন লিখেছেন মানিক ফেনী ১৫ জুন, ২০১৪, ১০:৪৫:৩৩ রাত
পৃথিবী এক আশ্চর্য নিস্তব্ধতায় মগ্নতা,
জোৎস্নায় স্নিগ্ধ আলো রাতের চেহারাটা।
শান্ত নিশ্চুপ কোলাহল মুক্ত প্রকৃতি সাঁজে,
দূরের হিমেল বাতাস দেহকে যাচ্ছে ছুঁয়ে।
বিষণ্ণ মনে ভেসে উঠে বাবার স্মৃতিগুলো,
শাসন ছিল কডা মনে ছিল বিষণ্ণ ক্রোধ।
জীবনে পেয়েছি বাবার আদেশের গুচ্ছমালা,
স্মৃতিতে পাইনি স্নেহভরা বাবার ভালোবাসা।
বাবার কষ্ট হয়েছিলো আজ বুজতে পেরেছি ।
প্রাবাসে ছিলও বলেইতো বাবা দুরে থেকেছে।
মধ্যরাতের নিস্তদ্ধতায় একটা গন্ধ মিশে আছে,
যাঁরা নি:সঙ্গ তাঁরাই শুধু সে গন্ধ অনুভব করবে।
সজীব ফুলের মোহময় গন্ধ শান্ত স্নিগ্ধ পরিবেশে, কেন তবু মন ভালো নেই আমার এই প্রবাসে।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন