আমার বাংলা ভাষা

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০৪:৩১ রাত

আমারা এই বাংলাভাষাটিকে ভীষণ ভালোবাসি,

প্রবাসে থেকেও আজ বাংলার গান-কবিতা শুনি।

আমরা প্রবাসে শুনেছি অনেক ভাষার সূর-ধ্বনি,

তবু যে মধুর লাগে আমার বাংলা ভাষার ধ্বনি।

লাল সবুজের দেশ আমার বাংলা ভাষার দেশে,

সালাম,রফিক,জব্বার প্রাণ দিয়েছে ভালোবেসে।

তৈরি হয়েছে অজস্র সুরের গান বাংলা ভাষাতে,

কবিরা কবিতা দিয়েছে বাংলা কথার গুচ্ছমালাতে।

নাট্যকার নাট্যরূপ দিয়েছেন আমার এই ভাষাতে,

শিক্ষার সুবিধার্থে কোরান হয়েছে বাংলা ভাষাতে।

যে দেশের শিক্ষা ও সংস্কৃতিতে বাংলার প্রতিধ্বনি,

সে দেশের ঘরে কেন ভিন্ন ভাষার সংস্কৃতির ধ্বনি?

২১ এলে বাংলা ভাষার গান-কবিতার ঝংকার তুলি,

বাংলা ভাষার সুর ও ধ্বনি বিশ্বমানবতায় তুলে ধরি।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179977
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ
179979
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১২
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো আপনার দেশপ্রেম দেখে।
180001
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
180056
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনার বাডি ফেনী কোন যাইগায়?
180080
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১১
অজানা পথিক লিখেছেন : অসাধারন পোষ্ট
180081
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১২
অজানা পথিক লিখেছেন :
কবি আল মাহমুদের সেই ছড়াটি আজ খুব মনে পড়ে


ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্ত
বৃষ্টি নামে,বৃষ্টি কোথায়?
বরকতের ঐ রক্ত?

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে,এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!

প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিলো যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নি।

প্রভাতফেরি,প্রভাতফেরি
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

______________আল মাহমুদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File