বিজয় উৎসবে

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:৩৫:১১ রাত



মুক্তির স্বাদ দেহে রক্তকণিকায় নেচে উঠেছে ,

তাইতো সবাই মেতে উঠেছে বিজয় উৎসবে।

রত্নগর্ভা মাগো তোমার ঐ চরণ যুগল চুমে,

মুক্তির প্রতিজ্ঞায় উজ্জীবিত কলঙ্ক লেপনে।

বীরসৈনিকেরা যুদ্ধ করেছিল তোমারই তরে,

শকুন তাডাতে জীবন বিলায় তোমারই তরে,

নয়টি মাসের দীর্ঘ ত্যাগ ও রক্তের বিনিময়ে।

এই দিনে অপশক্তির থাবা হতে মুক্তি মিলেছে,

তাই আমাদের একটা স্বাধীন ভূখণ্ড মিলেছে।

এসো প্রাথর্না করি উনাদের আত্মার শান্তির তরে।।

আজ বিরহ সুর বেজে উঠেছে মনের ঐ কোণে,

আজও যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে।

আগ্রাসী অপশক্তির চক্রান্তে মানুষ বিপর্যস্ত হচ্ছে,

এতোটি বছর পরেও বাংলার মানুষ স্বাধীনতা খুঁজছে ।।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File