ইসলামের ইতিহাস প্রথম পর্ব সংক্ষিপ্ত

লিখেছেন লিখেছেন ানিক ফেনী ২৬ মে, ২০১৩, ০৩:৫২:৫২ দুপুর



বিসমিল্লাহির রহমানির রাহীম

প্রথম পর্ব

আল্লাহ্‌ ঠিক করলেন উনি এমন এক সৃষ্টি করবেন যার মধ্যে আল্লাহের গুন ও স্বাধীন ইচ্ছাশক্তি বিরাজ করবে। স্বাধীন ইচ্ছাশক্তির অর্থই হলও এই সৃষ্টি ইচ্ছে করলে আল্লাহের হুকুম অমান্য করে নিজেরাই জীবন ব্যবস্থা আইন কানুন তৈরি করে নিতে পারবে। আল্লাহ্‌ মালেইকদের বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমার খলিপা পাঠাবো, মালেইকরা বললেন হে আমাদের প্রতিফালক তারাতো পৃথিবীতে অন্যায়,অত্যাচার,যুদ্ধ,বিদ্রোহ ও রক্তপাত করবে। তবুও আল্লাহ্‌ সৃষ্টি করলেন আদমকে কোন শব্দ দিয়ে নয় নিজের রুহ আদমের মধ্যে ফুঁকে দিলেন, ফলে সর্বত্র সৃষ্টির মধ্যে আদম হয়ে গেলেন আল্লাহ্‌ গুনে গুণান্বিত এক অনন্য সৃষ্টি। অতপর আল্লাহ্‌ মালাইকদের বললেন তোমরা আদমকে সেজদা কর,সবাই আদমকে সেজদা করল কিন্তু ইবলিস করলনা। ইবলিস অহংকার করল এই অবাধ্যতার জন্য আল্লাহ্‌ ইবলিসকে অভিসাফ দিলেন। ইবলিস আল্লাহ্‌কে বলল যার জন্য আপনি আমাকে অভিশপ্ত করলেন আমি প্রমাণ করিয়ে দেখিয়ে দেব যে সে আপনার অবাধ্য হয়ে আপনাকে এলাহ হুকুমদাতা হিসাবে মানবে না।আল্লাহ্‌ বললেন যুগে যুগে আমি নবী রাসুলদের মাধ্যমে সেরাতুল মুস্তাকিন মানে হেদায়া বা সঠিক পথের নির্দেশনা দেবো, যারা সেই নির্দেশনা মেনে চলবে তুমি তাদের কোনও ক্ষতি করতে পারবে না। ইবলিস বলল আমি তোমার আদম সন্তানদের এই সকল নির্দেশনা মানতে দেবো না,আমি তাদের চারদিক থেকে আক্রমন করবো আমি দেখিয়ে দেবো যে সে তোমার আদেশ মানবে না । আল্লাহ্‌ ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কারণ খলিপা আদম তৈরির উদ্দেশ্য ছিলও তাদের পরীক্ষা করা,স্বাধীন ইচ্ছাশক্তি নিয়ে সে কোন পথে চলে।অতঃপর শুরু হোলও আদমের পরীক্ষা একদিকে আল্লাহের হুকুম মেনে চলা অন্যদিকে ইবলিসের পরোচনায় আল্লাহের হুকুম অমান্য করা।অবশেষে ইবলিসের পরোচনায় আল্লাহের অবাধ্য হলেন,শাস্তি সরূপ আদম ও ইবলিসকে পরস্পরের শত্রু হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। চলবে----------- ------------------------

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File