আবারও শিশু হত্যা...!!!

লিখেছেন লিখেছেন কাহাফ ২০ অক্টোবর, ২০১৫, ০৪:৫৬:০৫ রাত



নির্মমতা থামবে কবে....???

-----------------------------

ময়মনসিংহ ত্রিশাল থানাধীন ধানীখোলা ইউনিয়নস্থ কাটাখালী গ্রামের আকন্দ বাড়ীর মো: সুরুজ মিয়ার শিশু ছেলের (বয়স:৮ বছর) গলাকাটা লাশ উদ্ধার হয় জংগলে!

গত১৭/১০/১৫ ইং শনিবার সকাল আনুমানিক ১০:০০ টা থেকে নিখোজ নিষ্পাপ শিশুটিকে অনেক খুজাখুজির পর বাড়ীর পাশে জংগলে মাটি চাপা অবস্হায় পাওয়া যায় পরের দিন!

ত্রিশাল থানার পুলিশ কর্মকর্তার সহযোগীতায় শিশুটির লাশ থানায় আনা হয়েছে!

নির্মম এই হত্যাকান্ডে জড়িত ব্যক্তি ও কারণ সম্পর্কে এলাকায় বিভিন্ন কথা ছড়িয়ে পড়লেও প্রকৃত সত্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

অকল্পনীয় এমন নির্মমতায় অভিভাবকদের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে!

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346468
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৬
শেখের পোলা লিখেছেন : 'আবার তোরা মানুষ হ'৷
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৯
287580
কাহাফ লিখেছেন : চেতনাময়ীদের শাসনকালে 'মানুষ হওয়া' যাবে কি ভাবে?
346472
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৬:১৭
নাবিক লিখেছেন : কি যে হচ্ছে এসব
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫০
287581
কাহাফ লিখেছেন :
শিশুর বড় ভাইয়ের সাথে টাকার দ্বন্ধে এমন নির্মমতা!
346478
২০ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : দিন দিন মানুষ অমানুষের পরিনত হচ্ছে
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫১
287582
কাহাফ লিখেছেন :
যত টুকু জানি- 'হত্যাকারীও ১১/১২ বছরের!
346482
২০ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিংকর্তব্যবিমূূর!
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫১
287583
কাহাফ লিখেছেন :
হত্যাকারীর বয়স ১১/১২ বছরের মত!
346488
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৩
আবু জান্নাত লিখেছেন : আহ! ধীরে ধীরে পৃথিবী অমানুষে ভরে যাচ্ছে।
২০ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫২
287584
কাহাফ লিখেছেন : অমানুষে ভরিয়েও দেয়া হচ্ছে!
ট্রেনিং দিয়েই যেন বানানো হচ্ছে এই সব অমানুষ!
346497
২০ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৩
হতভাগা লিখেছেন : প্রকৃত অপরাধীদের চিন্হিত করে তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া - এটার অভাবের ফলেই এসব ঘটনা বার বার আমাদের সামনে আসছে ।
২১ অক্টোবর ২০১৫ রাত ০৪:১২
287719
কাহাফ লিখেছেন : আপনার মন্তব্যের সাথে সহমত!
অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি এবং সুষ্ঠ বিচারের দাবী এলাকাবসীর!
346526
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার লেখাটা সম্ভবত সামুতে পড়েছি।
নির্মমতার শেষ নির্মমতা দিয়েই শেষ করা যেতে পারে। সব কটাকে শিশুটির মতই.।.।।
২১ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৪
287722
কাহাফ লিখেছেন :
করুণ সত্য হল-'হত্যাকারীরাও শিশু!'
ওদের বয়সও ১২ বছরের মত! নিজ এলাকার ঘটনা বলে ধারণা হয়েছে কিছুটা!
সামাজিক অবক্ষয়ের করুণ পরিণতি এসব ....
346530
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এসব-ই হলো আল্লাহতায়ালার পক্ষ থেকে আজাব-
অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ানোর দায়িত্ব পালনে গাফলতি করলে সে জনগোষ্ঠীকে এমন সব শাস্তি-ই দেয়া হয়-
হাদীসে এমন কথাই পাওয়া যায়!
২১ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৮
287726
কাহাফ লিখেছেন : পুলিশি তদন্ত যাই হোক আসল ঘটনা কিন্তু এলাকাবাসীর কাছে পরিস্কার!
সামান্য ঋণের টাকা নিয়ে বড় ভাইয়ের সাথে দ্বন্ধের জেরে নিহত হল হতভাগা এই শিশু!
গরুর ঘাস কাটতে নিয়ে কাস্তে দিয়ে জবাই করেছে ১২ বছরের আরেক শিশু!
সমাজের সামষ্টিক উদাসীনতা আর কুশাসনে 'আল্লাহর গজব' এসব ঘটনা!
346615
২১ অক্টোবর ২০১৫ রাত ০১:৩৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

আপনজন হারানোর বেদনা শুধু তাঁরাই বুঝতে পারেন যারা হারিয়েছেন!

কষ্ট লাগলো!
২১ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৯
287727
কাহাফ লিখেছেন : সামাজিক সহনশীলতার প্রকট অভাব এ সব করছে!
শিশুর হাতেই খুন আরেক শিশু!
১০
348913
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
নকীব কম্পিউটার লিখেছেন : কুরআনের আইনে শাস্তি হলে এমন ঘটনা কম ঘটত।
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৩:২৫
289685
কাহাফ লিখেছেন :
যথার্থই বললেন মুহতারাম!
কুরআনের শ্বাশত বিধান সমাজে বাস্তবায়িত হলেই সকল অন্যায়-অবিচার বিদূরীত হত!
আল্লাহ আমাদের তাওফিক দিন,আমিন!
জাযাকাল্লাহু খাইর!
১১
349845
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অবস্থা আইয়ামে জাহিলিয়াতের চাইতেও ভয়াবহ.. ধন্যবাদ
১৬ নভেম্বর ২০১৫ রাত ০৩:৩১
290357
কাহাফ লিখেছেন : বর্তমান অবস্হা বিবেচনায় 'আইয়ামে জাহেলিয়াত' সেতো কত ভাল মনে হয় এখনকার চেয়ে!
রি-ডবল আইয়ামে জাহেলিয়াত আজকের সময়!
মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইর মুহতারাম!!
১২
350156
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মানবতা যখন ভূলুন্ঠিত হয়, তখন মানুষ আর পশুর মাঝে কোন ব্যবধান থাকেনা.....
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫৯
290730
কাহাফ লিখেছেন : সামাজি অবক্ষয়ের করুণ রুপ এসব ঘটনা!
জুলুমের প্রাধান্যতা এমন করতে উৎসাহিত করে!
১৩
353901
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।

প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৪৩
297049
কাহাফ লিখেছেন :
সময় ও অবস্হানের শিকার হয়ে আগের মত অনেকেই ব্লগে ঠিকমত সরব নয়!
এতে ব্লগীয় পরিবেশটা আসলেই অর্ধমৃত!
সমস্যা কাটিয়ে ইনশা আল্লাহ সবাই আবার জেগে উঠুক-এই প্রত্যাশা!
আহবানময় মন্তব্যে জাযাকুমুল্লাহু খাইর ভাই!
১৪
357962
২৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:০১
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনি সাংবাদিক?
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৪৪
297050
কাহাফ লিখেছেন :
না ভাই, আমি একজন প্রবাসী কামলা!
নিজের গ্রামের ঘটনা এটা! সঠিক বিচারের আশায় প্রচার করেছি শুধু!
১৫
358261
০২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০১
বিবর্ন সন্ধা লিখেছেন : কিছু কিছু ঘটনা কলপনা কে ও ছাড়িয়ে যায় ।
এত বড় হলাম , তবু একটা মুরগী জবাই দেখতে পারি না ,
আর ওরা এত সাহস কোথায় থেকে পায়
০৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:৫৫
297262
কাহাফ লিখেছেন :
অমানুষিকতায় সাহস কীভাবে যে বেড়ে যাচ্ছে আজকের সমাজের,তা ভাবতেও শিহরিত হতে হয়!
জিঘাংষা ছড়িয়ে পড়ছে সকল স্তরে দিন দিন!
১৬
361443
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ করছি
০৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩১
312626
কাহাফ লিখেছেন : ধন্যবাদ ভাই....
ছুটিতে দেশে ছিলাম এত দিন, সময়-সুযোগ কম ছিল!
ইনশা আল্লাহ আবার নিয়মিত হওয়ার ইচ্ছে.....।
০৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:৪২
312715
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকে আবার পেয়ে খুশি হলাম ভাই
১৭
377143
০৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১১
ফখরুল লিখেছেন : আসসালামুআলাইকুম, ভাইজান আপনার নাম্বার টা দিবেন আশা করি।
০৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৩০
312628
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস্ সালাম ওয়ারাহমাতুল্লাহ.....
ছুটি কাটিয়ে এসেগেছি ভাইজান....
সিম তো দেখি বন্ধ হয়েগেছে!Surprised
ইনশা আল্লাহ নতুন নিয়েই কল দিব....
আপনাদের সবাই কে সালাম....।Good Luck Good Luck Good Luck
০৪ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৩৪
312629
ফখরুল লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
১৮
381611
৩১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:০৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, মুহতারাম কেমন আছেন?
অনেক দিন কোন নতুন লেখা আসতেছেনা...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File