আবারও শিশু হত্যা...!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ২০ অক্টোবর, ২০১৫, ০৪:৫৬:০৫ রাত
নির্মমতা থামবে কবে....???
-----------------------------
ময়মনসিংহ ত্রিশাল থানাধীন ধানীখোলা ইউনিয়নস্থ কাটাখালী গ্রামের আকন্দ বাড়ীর মো: সুরুজ মিয়ার শিশু ছেলের (বয়স:৮ বছর) গলাকাটা লাশ উদ্ধার হয় জংগলে!
গত১৭/১০/১৫ ইং শনিবার সকাল আনুমানিক ১০:০০ টা থেকে নিখোজ নিষ্পাপ শিশুটিকে অনেক খুজাখুজির পর বাড়ীর পাশে জংগলে মাটি চাপা অবস্হায় পাওয়া যায় পরের দিন!
ত্রিশাল থানার পুলিশ কর্মকর্তার সহযোগীতায় শিশুটির লাশ থানায় আনা হয়েছে!
নির্মম এই হত্যাকান্ডে জড়িত ব্যক্তি ও কারণ সম্পর্কে এলাকায় বিভিন্ন কথা ছড়িয়ে পড়লেও প্রকৃত সত্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
অকল্পনীয় এমন নির্মমতায় অভিভাবকদের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে!
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিশুর বড় ভাইয়ের সাথে টাকার দ্বন্ধে এমন নির্মমতা!
যত টুকু জানি- 'হত্যাকারীও ১১/১২ বছরের!
হত্যাকারীর বয়স ১১/১২ বছরের মত!
ট্রেনিং দিয়েই যেন বানানো হচ্ছে এই সব অমানুষ!
অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি এবং সুষ্ঠ বিচারের দাবী এলাকাবসীর!
নির্মমতার শেষ নির্মমতা দিয়েই শেষ করা যেতে পারে। সব কটাকে শিশুটির মতই.।.।।
করুণ সত্য হল-'হত্যাকারীরাও শিশু!'
ওদের বয়সও ১২ বছরের মত! নিজ এলাকার ঘটনা বলে ধারণা হয়েছে কিছুটা!
সামাজিক অবক্ষয়ের করুণ পরিণতি এসব ....
এসব-ই হলো আল্লাহতায়ালার পক্ষ থেকে আজাব-
অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ানোর দায়িত্ব পালনে গাফলতি করলে সে জনগোষ্ঠীকে এমন সব শাস্তি-ই দেয়া হয়-
হাদীসে এমন কথাই পাওয়া যায়!
সামান্য ঋণের টাকা নিয়ে বড় ভাইয়ের সাথে দ্বন্ধের জেরে নিহত হল হতভাগা এই শিশু!
গরুর ঘাস কাটতে নিয়ে কাস্তে দিয়ে জবাই করেছে ১২ বছরের আরেক শিশু!
সমাজের সামষ্টিক উদাসীনতা আর কুশাসনে 'আল্লাহর গজব' এসব ঘটনা!
আপনজন হারানোর বেদনা শুধু তাঁরাই বুঝতে পারেন যারা হারিয়েছেন!
কষ্ট লাগলো!
শিশুর হাতেই খুন আরেক শিশু!
যথার্থই বললেন মুহতারাম!
কুরআনের শ্বাশত বিধান সমাজে বাস্তবায়িত হলেই সকল অন্যায়-অবিচার বিদূরীত হত!
আল্লাহ আমাদের তাওফিক দিন,আমিন!
জাযাকাল্লাহু খাইর!
রি-ডবল আইয়ামে জাহেলিয়াত আজকের সময়!
মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইর মুহতারাম!!
জুলুমের প্রাধান্যতা এমন করতে উৎসাহিত করে!
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
সময় ও অবস্হানের শিকার হয়ে আগের মত অনেকেই ব্লগে ঠিকমত সরব নয়!
এতে ব্লগীয় পরিবেশটা আসলেই অর্ধমৃত!
সমস্যা কাটিয়ে ইনশা আল্লাহ সবাই আবার জেগে উঠুক-এই প্রত্যাশা!
আহবানময় মন্তব্যে জাযাকুমুল্লাহু খাইর ভাই!
না ভাই, আমি একজন প্রবাসী কামলা!
নিজের গ্রামের ঘটনা এটা! সঠিক বিচারের আশায় প্রচার করেছি শুধু!
এত বড় হলাম , তবু একটা মুরগী জবাই দেখতে পারি না ,
আর ওরা এত সাহস কোথায় থেকে পায়
অমানুষিকতায় সাহস কীভাবে যে বেড়ে যাচ্ছে আজকের সমাজের,তা ভাবতেও শিহরিত হতে হয়!
জিঘাংষা ছড়িয়ে পড়ছে সকল স্তরে দিন দিন!
ছুটিতে দেশে ছিলাম এত দিন, সময়-সুযোগ কম ছিল!
ইনশা আল্লাহ আবার নিয়মিত হওয়ার ইচ্ছে.....।
ছুটি কাটিয়ে এসেগেছি ভাইজান....
সিম তো দেখি বন্ধ হয়েগেছে!
ইনশা আল্লাহ নতুন নিয়েই কল দিব....
আপনাদের সবাই কে সালাম....।
অনেক দিন কোন নতুন লেখা আসতেছেনা...
মন্তব্য করতে লগইন করুন