দ্বিধায়...
লিখেছেন লিখেছেন কাহাফ ০১ অক্টোবর, ২০১৫, ০৭:২২:২২ সকাল
"জীবনের এই পথচলা-
কতই না ভয়ানক কষ্টকর,
বিধির বিধানে 'হারাম' ঘোষিত,
অথচ এ ধরা বলে-'তুই মর'!"
(সংগ্রহ:ফেইসবুক)
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগা তা স্হায়ী হোক আপনার-এই কামনা!
কতই ভয়ানক কষ্টকর
সত্যরে ভাই টের পাইতেছি হাড়ে হাড়ে
আল্লাহ মহান সকলের জন্যে পথচলা স হজ করে দিন,আমিন!
নিজে মরা তথা আত্মহত্যা যে হারাম ভাই!
মরলে তো সব দিকেই ক্ষতি আর ক্ষতি!!
কতই ভয়ানক কষ্টকর
মরতে পারলেই ভালো
ভাইয়া
আপাতঃ দৃষ্টিতে আসলেই তাই মনে হয়, আখেরে ফল ভাল হয় না বলেই হয়ত 'আত্মহত্যা' মহাপাপ বলে ঘোষিত!
আল্লাহ কারীম!
অনেক অনেক বোঝা মনে হয় অনাগত সময় কে!
আত্মহত্যা কঠিন গোনাহ না হলে.........
'কিয়া চিজ হে এ দিল ভি-
যব হো জায়ে একেলা,
রাহতা হে সাথ উনকে-
ইয়াদও কা এল মেলা!'
আসলেই দুনিয়া বড়ই আজব!
সাথে সাথে দুয়ার বিনীত আর্জি হে মুহতারাম!
জাযাকুমুল্লাহু খাইর!!
ধন্যবাদ ভাইয়া ।
এবং এই আত্মবিশ্বাস সবার মাঝেই হওয়া দরকার হে শ্রদ্ধেয়াজ্বী!
কল্যাণের দুয়া ও ফিরতি ধন্যবাদ রইল!!
ধন্যবাদ কাহাফ ভাই..
মুহতারাম ভাই, আমি আসলে কমেন্ট ব্লগার!
এক সময় প্রচুর ব্লগ পড়তাম এবং দু'এক শব্দ মন্তব্যের ঘরে জমা দিতাম!
সময়-সুযোগ কম থাকায় অনিয়মিত কিছুটা!
তবে,আপনাদের নান্দনিক উপস্হাপনায় চোখ বুলিয়ে যাই নিরবেই!
জাযাকুমুল্লাহু খাইর!
আপনাদের নান্দনিক সব উপস্হাপনা পড়ে কিছুটা শিখতে চেষ্টা করি শুধু!
দুয়ার আবেদন রইল!
জাযাকাল্লাহু খাইরান!!
বল্লেই যেমন মরা যায় না
তেমনি চাইলে ও মরা যায় না
এর ই মাঝে বেচে থাকতে হয়
দুয়ার দরখাস্ত ভাই....
মন্তব্য করতে লগইন করুন