ইব্রাহীম খলিল হত্যাকান্ড ও তাবলীগ.....
লিখেছেন লিখেছেন কাহাফ ২২ মে, ২০১৫, ০৬:২৯:০৬ সকাল
'সিলেটের সওদাগরটুলার তাবলীগ জামাতের আমীর মোঃ ইব্রাহীম খলিল তার প্রথমা স্ত্রী ফাতেহা মাসরুকা কর্তৃক নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন! পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে তিনি খুন হন!'
পত্রিকা মারফত এই খবর কয়েকদিন আগের! পুরানো হয়েগেছে! কিন্তু এর রেশ এখনও বর্তমান!
নির্মম এই হত্যাকান্ডের মোটিভ যদিও পরিস্কার প্রায়,তবুও নতুন নতুন কারণ উদ্ঘাটনে তৎপর অনলাইনের কিছু বিদগ্ধ(?)জনেরা!
মুল কারণ হিসেবে তাবলীগকেই কাঠগড়ায় দাড় করাচ্ছেন তারা!
তাবলীগের নামে পিকনিক করে বেড়ানো,স্ত্রী-পরিবারের হক্ব আদায় না করা,এমন কি স্হানে স্হানে বিবাহ বহির্ভূত যৌনাচার করে বেড়ানোরও অভিযোগ তুলছেন!
একজন মুসলিম ব্যক্তির মৃত্যুর পর তার ভাল কাজগুলোর প্রচারই কাম্য!রুহের মাগফেরাত কামনা করাই যথার্থ! আইনী বাধ্যবাধকতায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এর আওতায় নয়!
কিন্তু দেখা যাচ্ছে- ইসলামের কথা বলা ব্যক্তি-সংগঠন এই হত্যাকান্ডের মাধ্যমে তাবলীগ বিরোধীতার নতুন ইস্যু পেয়ে গেছে যেন! যা তারা হেলায় হারাতে রাজী নয়! তাই তো 'তাবলীগ করা'কেই এই খুনের মূল কারণ হিসবে প্রচার-প্রসারে নেমেছে তারা!
তারা ভূলে যায়- কোন এক ব্যক্তির কর্মকান্ড সামগ্রিকতার উপর দাড় করানো যায় না!
আচ্ছা, তাবলীগী ছাড়া কী এমন ঘটনার মুখোমুখী কেউ হয়নি? এটাই কি দেশের প্রথম ঘটনা?
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অগনিত মানুষ এই তাবলীগের মাধ্যমে দ্বীনের প্রাথমিক ধারণা পেয়েছে! যা অন্য কোন ভাবে আদৌ সম্ভব হয়নি!
নিজে যা করতে পারিনি,অপরে তা করলে মর্মজ্বালায় জ্বলবো কেন?
ইসলামে ঐক্যবদ্ধতার গুরুত্বারোপ করা হয়েছে,বিভেদের বীজ রোপন করতে নয়!
সবার মাঝেই সীমাবদ্ধতা রয়েছে। তা মনে রেখে কল্যাণকর প্রতি টা বিষয়ে সহযোগীতার হাত সুপ্রসারিত করাই মুসলিমের কর্তব্য!
'আমি সাধারণ একজন মুসলিম!জানা ও বুঝার দৈন্যতা প্রকট আমার মাঝে!সাধ্যানুযায়ী প্রচেষ্টাও চালাচ্ছি!সবার কাছে দোয়ার আর্জি রইল!'
বিষয়: বিবিধ
১৬৯৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
স্বীয় অনুভূতি রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকেও হে শ্রদ্ধেয় ভাই!
বিভূূর করুনা যদি পাইবার চাও/সকল সময়ে তার যশোঃগান গাও৷
মুহতারাম শেখের পোলা ভাই, আল্লাহ আমাদের কে ইসলাম পুর্ণ ভাবে মানার তৌফিক দিন-এই দোয়ার দরখাস্ত রইল!!
আপনাকেও অনেক ধন্যবাদ লেখা টা পড়ার জন্যে!
একান্তই আমার অনুভূতি এটা!!
ভাল লাগা জানিয়ে গেলেন! আপনাকেও অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ!!
কোন ব্যক্তির অপরাধে কোন প্রতিষ্ঠান দায়ী নয়, কোন দল দায়ী নয়। আর তাবলীগ মানুষকে মানুষের কাজ ও দায়িত্ব সম্পর্কে জ্ঞান দান করেছে। তাই ব্যক্তির দোষে কোন সংগঠন দোষী নয়। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
ওয়াআলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ...
তাবলীগ যারা করে তারা সবাই খারাপ নয়! দু'এক জনের কাজের জন্যে তাবলীগ কে দায়ী করা সঠিক মনে হয়না আমার কাছেও!
তাবলীগের প্রতি মানুষ কে উৎসাহিত করাই দরকার!
মন্তব্য রেখে যাওয়া এবং সুন্দর দোয়ায় আমিন ও জাযাকিল্লাহু খাইরান শ্রদ্ধেয়া আপু!!
লোকটা যদি তার স্ত্রী কাছে অপরাদ করেও থাকে তাহলেও তাঁকে হত্যা করার অনুমতি ইসলাম দেনাই। ফাতেহা মাসরুকার উচিত ছিল ইব্রাহীম খলিলকে খুন না করে তালাক দেওয়া।
সচেতন মুলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
জাযাকাল্লাহ খায়ের
ব্যাখ্যাময় সুন্দর দীর্ঘ মন্তব্য লেখার উদ্দেশ্য কে আরো পরিস্কার করে তুলে ধরল!
আপনার সাথে স হমত আমিও!
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন,আমিন!
জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় ভাই!!
ধন্যবাদ ভাইয়া ।
যতদিন পর্যন্ত না মুসলিম সমাজ 'এক ও নেক' হতে পারবে, অপমান-বিপর্যস্ততা তাদের পিছু ছাড়বে না!
তাবলীগের কল্যাণে গ্রামের অশিক্ষিত-মুর্খ মানুষ দ্বীনের কালেমা শিখছে!
তাবলীগের বিরোধীতা করা ইসলামের প্রসারে বিঘ্ন সৃষ্টি মনে হয়!
শ্রদ্ধেয়া পিচ্চি আফরাজ্বী! আপনার সুন্দর মন্তব্য অনুপ্রণিত আমি! অনেক অনেক ভাল রাখুন মহান রব আপনাকে-এই দোয়া রইল!
দোয়া চাই আমার জন্যেও!!
ভাল লাগাময় অনুভূতি ছরিয়ে যাওয়ায় আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি!!
আপনাকে অসংখ্য মোবারকবাদ।
যথার্থই বললেন শ্রদ্ধেয় ইবনে আহমাদ ভাই!
তাগুতের সব কিছুই আমরা ফলো করছি আজ!
চির কল্যাণের রাস্তা ছেড়ে ধ্বংশের পথে হাটছি আমরা!
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন! আমিন!
মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইরান!!
আস সালামু আলাইকুম.....
আপনার অভাব বোধ করছি শ্রদ্ধেয়া আপুজ্বী!
ঝামেলার মাঝেও আমাদের কে একটু সময় দিলে আমরা শিখতে পারি কিছু!
আল্লাহ সবারই ভাল করুন!আমিন!
জাযাকিল্লাহু খাইরাল জাযাই.....
An organization can't be blame for a person's fault, (if there- any! ). And that is to support a murderer!
Thanks for highlight this issue!
Jazakallahu khair
আস সালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ.....
শ্রদ্ধেয় 'মহুয়া'
আমি কিছু শেখার আশায় ব্লগে আছি!
জানা-শুনার,পড়া-লেখার পরিধি খুবই কম! ইংরেজি বুঝি না বললেই চলে!
আবসা আবসা বুঝলাম আপনার মন্তব্য!
উৎসাহ ও সুন্দর দোয়ায় আমিন ছুম্মা আমিন!
আল্লাহ আপনাদের সর্বাংগিন ভাল করুন!!
প্রিয় ভাই, সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান জানাই!
'সুনাগরিক' তকমার উপযুক্ত আমি নয়!
আপনাদের পিছু থেকে কিছু বুঝার-জানার নিরন্তর প্রচেষ্টা আমার!
দোয়ার দরখাস্ত রইল ভাই!!
ভাল লাগলো আপনার লিখাটা। ধন্যবাদ আপনাকে
সমর্থনমুলক সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও জাযাকাল্লাহ প্রিয় ভাই!
মন্তব্য করতে লগইন করুন