বিক্ষিপ্ত অনুভূতি.......!!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ১৪ মার্চ, ২০১৫, ০৬:৪৯:১৯ সকাল
"
সম্পর্ক সেই জন্ম লগ্ন থেকেই! প্রকৃতির হাত ধরে সূচিত সেই সম্পর্ক সময়ের আবর্তনে ফুলে-ফেপেঁ ধর্মীয় আভয়বে নতুন মাত্রা পায়! 'স্বামী-স্ত্রী'র নাম নিয়ে আজীবনের জন্যে শুরু হওয়া সম্পর্কের এই পথচলা এতো তাড়াতাড়ি সমাপ্তি ঘটবে তা ভাবিনি কখনই!
না ভাবলেই কী! নিয়তির হাতে বন্দি আমি স্বীয় কর্ম দোষেই হয়তো এমন পরিস্হিতির মুখোমুখী আজ! সব দোষই হয়তো আমার, গুনের ছিটেফোটাও হয়তো ছিল না তাতে! নিজেকেই প্রশ্ন করিঃ তাহলে এতো দিনের চেনা-জানার কী হল? আত্মার সাথে যাকে মিশিয়ে রেখেছি তাকে বিনা জীবন কাটবে কেমনে? এত তাড়াতাড়ি এমন চরম সিদ্ধান্ত নেয়া ........!
ভূল তো মানুষই করে! আবার বুঝার পর শুদ্ধতার ঐকান্তিক প্রলেপে তা মুছেও নিতে চায়! আমিও মানুষ!
ভালবাসার গভীরতা হয়তো কর্মে ফুটিয়ে তুলতে পারি না আমি! সময়-সুযোগ আর পারিপার্শ্বিকতাও এর জন্যে কম দায়ী নয়! আমার এই অযোগ্যতার শাস্তি এত কঠিন-নির্মম?"
.................................................................
চাওয়া-পাওয়ার মধ্যকার বিস্তর ফারাক মানুষকে ভয়ানক অসুস্হ্য করে তুলে! মৃত্যুর দিকে নিয়ে যায় ধীরে ধীরে! কল্পিত সুখে আচ্ছন্ন হয়ে ধ্বংশের শেষ সীমায় পৌছে যায়,যদিও বুঝতেই পারে না!
.......................................................................
অসহ্য মানসিক যাতনা-অস্হিরতায় নেট-ব্লগ থেকে দূরে ছিলাম প্রায়,বেশ কিছু দিন!সবার কাছে দোয়া চাই! করুণাময় আল্লাহ যেন পরিস্হিতি সামলে উঠার তৌফিক দেন!
বিষয়: বিবিধ
১৮২৩ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সর্বাবস্হায়ই যেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারি এই দোয়া চাই শ্রদ্ধেয় ভাই.....
আল্লাহ যেন তাই করেন! আপনার সুন্দর দোয়ায় আমিন! জাযাকাল্লাহু খাইরান।
May Allah help u brother.
আল্লাহ বাচিঁয়ে রেখেছেন- আলহামদুলিল্লাহ!
দোয়া চাই হে শ্রদ্ধেয়া!!
ইয়া রব্ব ইয়া রব্ব শেফা দান করুন জিসমি , ক্বালবি, রুহানী ।
প্রশান্ত করুন দীল।
আমিন
জাযাকাল্লাহু খাইরান!!
দেখবেন এই সময়টা আপনার জীবনের সেরা সময় হয়ে যাবে ।
২য় বার এরকম সম্পর্কে জড়ানোর আগে আগের সমস্যা ও ভুলগুলো ভাল ভাবে বিশ্লেষন করে , ভালভাবে খোঁজ খবর নিয়ে আগাবেন ।
তবে এসব ক্ষেত্রে আগের মত আবেগ আর কাজ করবে না ।
সুন্দর মন্তব্যে জাযাকাল্লাহু খাইরান!
সময় লাগছে সামলে নিতে পরিস্হিতি!
দোয়া চাই শ্রদ্ধেয় ভাই।
লেখাটা আমারই! আমারই বিষয়ে!
আপনাদের কাছে দোয়া চাইতেই ...।
পারিবারিক হলে জানানোর প্রয়োজন নেই। অন্য কোন বিষয় হলে জানতে আগ্রহী কি সমস্যায় পড়েছিলেন! আপনাকে অনেক দিন থেকে মিস করছি, আপনার কোন উপকার করতে না পারলেও অন্তত দোয়া তো করতে পারবো। সাধ্যের মধ্যে হলে পরামর্শ দিতে পারবো। জাযাকাল্লাহ খাইর।
আমারই বিষয়টা! আপনাদের কাছে দোয়া চাইতেই লিখেছি!
জবাব দিতেই অনেক দেরী হল! নিজে কে সামলে নিতে সময় লাগছে!
এখন থেকে নিয়মিত ব্লগে সময় দিন আর কোরআন ও হাদীস অধ্যয়ন করুন দেখবেন মনে প্রশান্তি অনুভব করবেন। আল্লাহর কোরআনের মাঝে তৃষিত আত্মার প্রশান্তি লুকিয়ে আছে, খুজে নিন সেখান থেকে শান্তি। আমিও এমনটি করি কোন কষ্ট মনে আসলে। মহান আল্লাহ আপনার সহায় হোন।
মিস করেছি আপনাকে ব্লগে কাটানো সময়ে.......।
ইনশা আল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল করুন! সব সময়ই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আমার!!
আল্লাহ আপনার মনকে শান্ত ও করে দিন । আমীন ।
ভেংগে যেতে হয় কখনো,না চাইলেও!
দুর্বল বান্দা আমি- আল্লাহর কাছে চাইতেও পারি না ভাল করে.....।
আল্লাহ সুবহানথু তায়ালা আপনাকে স্হিরতা বং প্রশান্তি দান করুন!আমীন!
জীবনের পথচলায় এমন জোয়ার ভাটা, ভাংগাগড়া আসেই শুধুমাত্র সবরকারীরাই উত্তম প্রতিদান পায়!
অনেক অনেক দোআ এবং শুভকামনা রইলো! বই পড়ুন এবং সামাজিক কাজ করুন আশাকরি ভালো লাগবে!
দোয়ার দরখাস্ত সব সময়!!
আপাতঃ দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ধন সম্পদ, বিলাসী জীবনেই একমাত্র সুখের সংজ্ঞা। বিষয়টি আসলেই তা নয়। একমাত্র সুখ ও শান্তির পথই হল আল্লাহ্র সন্তুষ্টি অর্জন ভাইয়া।
ব্লগে আপনার অনুপস্থিতি অনেক বড় শূন্যতা। ব্লগে আপনার অনুপস্থিতি দেখে ভেবেছিলাম আপনার ব্লগে গিয়ে ম্যাসেজ দিই আপনি সুস্থ আছেন কি নেই জানার জন্য!? আবার ভেবেছি আপনাকে বিব্রত করা ঠিক হবে না। তাই আর আপনার ব্লগে যাওয়া হয়নি। আল্লাহ্ চাহে তো সব ঠিক এবং সুন্দর হয়ে যাবে ইনশআল্লাহ্।
পরম করুণাময় সকল কষ্ট মুছে দিয়ে আপনার ক্ষত অন্তরে অফুরন্ত সুখ ও শান্তি দিয়ে ভরে দিন এই নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো।
অভাবিত বিপর্যস্ত সময় কাটছে যান! সমালে নিতে সময় লাগবে আরো!
আমার পাপের শাস্তিই মনে হয়! আল্লাহ যেন মাফ করে হেদায়েত-সবর দেন আমায় এই দোয়া চাই শ্রদ্ধেয়া আপুজ্বী!
ব্লগে নিয়মিত হোন। সবার সান্নিধ্যে থাকলে ভালো লাগবে ইনশআল্লাহ্। রহমতের মালিক দয়াবান আপনার অন্তরে শান্তি ঢেলে দিন। কষ্টগুলো মুছে দিয়ে মনকে প্রশমিত করুণ।
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
দুর্বল বান্দা আমি! সবর করতেও পারি না!
এতো বড় ঝড়ের মোকাবেলা কেমনে করবো আমি? আল্লাহ যেন হেদায়েত-সবর দেন আমায়!
পুর্ণতার কাছাকাছি গিয়েই অনেক দূরে ছিটকে পড়ি আমি! আমার নিয়তিই যেন এমন!
ইনশা আল্লাহ আজ থেকে আবার ব্লগে নিয়মিত হবো! আপনাদের দোয়া আর আল্লাহর রহমতই আমার পাথেয়!
জবাব দিতেই অনেক দেরী হল!
জাযাকিল্লাহু খাইরান!!
দুর্বল বান্দা আমি পরীক্ষায় পাশ তো করতে পারবো না! আল্লাহ যেন আমাকে হেদায়েত-সবর দান করেন!
জাযাকাল্লাহু খাইরান!!
আমিন ছুম্মা আমিন!
কল্যাণের পুর্ণতায় আপনাদের জীবন কেও আল্লাহ ভরে তুলুন-এই দোয়া আমারও!
মহান আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থতা ও কল্যাণের মধ্যে রাখুন সব সময়!
আমিন ছুম্মা আমিন! এই মন্তব্য লিখতে গিয়ে দেখলাম আজকেই আপনার উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আবারো নিয়মিত হওয়ার অনুরোধ থাকলো।
শ্রদ্ধেয়া আপুজ্বী! পরিস্হিতি সামলে নিতে সময় লাগছে! ১৪ই মার্চ থেকে অনুপস্হিত আমি ব্লগ জগতে! আজ আবার আসলাম! ইনশা আল্লাহ এখন থেকে নিয়মিত হবো!
আপনাদের আন্তরিক দোয়ায় শারিরীক ভাবে ভালই আছি! ভালই যেন থাকি সেই দোয়া চাই নিরন্তর! মহান আল্লাহ আপনাদের জীবনকেও কল্যাণের পুর্ণতায় ভরে দিন-এই দরখাস্ত তাঁর কাছে!!
সময় লাগছে কিছুটা সামলে নিতে! ইনশা আল্লাহ নিয়মিত হবো এখন থেকে!
সুন্দর উদ্যোগে সাথেই থাকতে চাই আমি!
http://www.facebook.com/quamrulhasanforazi
এটা কি দিলেন? সম্ভব না হলে না দিতেন!!!
সেটিং-এ মনে হয় সমস্যা করে ফেলেছি,তাই আসছে না এ ভাবে!বুজতেও পারছি না!
'Quamrul Hasan Forazi' সার্চ দিলে আসবে মনে হয়!প্রোফাইল পিক কালো অন্ধকার!
আবারো সর্যি!!
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ...
শ্রদ্ধেয়া আপুজ্বী!
অনেক দুর্বল বান্দা আমি! নিজেকে সামলে নিতে এতো চেষ্টা,সবই যেন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে! আল্লাহর কাছে প্রার্থনা করছি সব সময়ই,তাঁর সাহায্য ছাড়া কোনই পথ নেই!
কোন কিছুতেই মন বসাতে পারছি না!
দুয়া চাই শ্রদ্ধেয়া বোন!
'জাযাকিল্লাহু খাইরাল জাযাই' উৎসাহ দেয়ায়!!
আমার মনে হচ্ছে কুরআনের সাথে আপনার সম্পর্ক কমে গিয়েছিলো
আলহামদু লিল্লাহ ভাল প্রিয় ভাই।
আপনার ধারণা আসলেই সত্য! জানা অনুয়াযী আমল না করায় আমার এমন করুণ পরিণতি! পাপী বান্দা তবুও হুশ হয় না আমার!
দোয়া করবেন ভাই- আল্লাহ যেন আমায় হেদায়েত দান করেন!
করুণাময় সবার প্রকৃত কল্যাণ করুন-এই দোয়া সব সময়!
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ.....প্রিয় ভাই! কিছু কিছু কাজের মাশুল দিয়ে দিয়েই যেতে হয়,শেষ হতেই চায় না!
আমার ক্ষেত্রেও এমনি! দগদগে ক্ষত টা কবে যে শুকাবে.........!
আপনাদের শুভ কামনাই চলার পাথেয়!
আল্লাহ সবারই ভালো করুন!!
মন্তব্য করতে লগইন করুন