ঝরুক রক্ত.....(প্রায় চুরি করা ছন্দ)!!
লিখেছেন লিখেছেন কাহাফ ১৬ জানুয়ারি, ২০১৫, ১১:২৮:১২ সকাল
"আমার স্বপ্ন নিয়েই তুমি-
আছ কত সুখে,
নিজের স্বপ্ন হারিয়ে আমি-
কাঁদি চির দুঃখে!
চোখের আশ্রু মুছে নিলাম-
মন কে করলাম শক্ত,
আমার স্বপ্ন ফিরিয়েই আনবো-
যতই ঝরুক রক্ত!!"
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি একজন কমেন্ট ব্লগার শ্রদ্ধেয়া আপুজ্বী!
আপনার উৎসাহময়ী মন্তব্যের জন্যে জাযাকিল্লাহু খাইরান!!
ওয়ালাইকুমুস সালাম শ্রদ্ধেয়া আপুজ্বী!
আমি তো কমেন্ট ব্লগার! আপনাদের থেকেই কিছু শিখছি আর কি!
আপনাকেও জাযাকিল্লাহু খাইরান!!
সুশীল ভাইয়া কে অজস্র ধন্যবাদ অনুভূতি প্রকাশ করায়!!
নিজে তো লিখতে পারি না তাই অন্যের ছন্দ-মাত্রা চুরি করে স্বীয় অনুভূতি প্রকাশের নিরন্তর প্রচেষ্টা শ্রদ্ধেয়া পিচ্চি আফরা আপুজ্বী!
প্রায় চুরি করা ছন্দ-মাত্রা তো! ভূল হয়েই যায়! শুধরে নিলাম শ্রদ্ধেয় শেখের পোলা ভাই!
আল্লাহ আপনাকে এর যথার্থ কল্যানময় প্রতিদান দিন ! আমিন!!
বুয়েটের ভিসির পদত্যাগের জন্য সেখানকার ছাত্ররা এই কাহিনী করেছিল
শুধু চুরি করা নয়!প্রায় চুরি করা!!!
শুরুটাই 'প্রায় চুরি'তো..... পরে সংযোজিত মনোগ্রাম এমনই হবে!
ঈমানদারের মতই স্বীকার করেই দিয়েছি শ্রদ্ধেয় হতভাগা ভাই!
কাকের ময়ুর নাচের মতো ট্রাই করলাম অন্যের ছন্দ মিলিয়ে!
উৎসাহ দেয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়!!!
অনেক ধন্যবাদ কাহাফ ভাইয়াকে
আমি একজন কমেন্ট ব্লগার আসলেই! আপনাদের নান্দনিক সুন্দর উপস্হাপনা পঠনে কিছু শেখার নিরন্তর প্রচেষ্টা আর কী!
অনেক অনেক ভাল থাকুন!জাযাকিল্লাহু খাইরান!!
আপনাদের প্রশংসা উৎসাহী করে আমায়,স্বীয় দৈন্যতা কে ঝেড়ে ফেলে সামনে আগাতে!
শুকরিয়া ভাই!!
মন্তব্য করতে লগইন করুন