সমুদ্র ও রহমত........!
লিখেছেন লিখেছেন কাহাফ ২৯ অক্টোবর, ২০১৪, ০৭:০৪:৪৮ সকাল
বিশাল সমুদ্র থেকে আমরা তত টুকু পানিই নিতে পারি
যত টুকু আমাদের হাতের পরিধি!
তেমনি.........
করুণাময় আল্লাহর বিস্তৃত অসংখ্য রহমত থেকে ঠিক তত টুকুই পেতে পারি,
তাঁর প্রতি যত টুকু আমাদের ঈমান!
বিষয়: বিবিধ
১৬৭৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শ্রদ্ধেয় বুড়া মিয়া ভাই প্রথমে আপনি এসে গেলেন মন্তব্যের ময়দানে! অভিনন্দন জানাই...।
ভালো লাগলো অল্প কথার বিশাল ভাবপ্রকাশটুকু।
আপনার অল্প কথার মন্তব্যটুকুও বিশাল বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে যেন!
আপনাদের জন্যেও অনেক অনেক ভালবাসা-শ্রদ্ধা আমার!
ভালো থাকবেন,জাযাকাল্লাহু খাইরান।
ঈমানের পুর্ণতা আল্লাহ যেন আমাদের দান করেন এই দোয়া আমার-আপনার-সবার জন্যে।
ধন্যবাদ আপনাকে।
ভাল লাগা রেখে যাওয়ায় অনেক ধন্যবাদ আপনাকে..........।
'আল্লাহু কারিম'আল্লাহু রাহিম'
মহান আল্লাহ যেন আমাদের কে তার 'করম-রহম' দ্বারা পরিবেষ্টিত করে নেন! দোয়া করবেন শ্রদ্ধেয় ভাই।
ওয়ালাইকুমুস্ সালাম শ্রদ্ধেয়া সন্ধাতারা আপু।
অনিন্দ্য সুন্দর অনুভূতি রেখে গেলেন!
আপনাকেও অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!
আপনার সুন্দর উৎসাহী মন্তব্যে আমিও আপ্লুত!
ঈমানী পুর্ণতায় আপনাদের দোয়া কামনা করি।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই!
আপনার দেয়া এই লিংক ওপেন হচ্ছে না!
কি এটা!!
শ্রদ্ধেয়া পিচ্চি আফরা আপুর মন্তব্যেও অনেক বিশালতা খুজে পাওয়া যায়।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে!!!
শ্রদ্ধেয় সূর্যের পাশে হারিকেন! কার বানী তা আমিও জানি না!
প্রচারে قمرالحسن الفرضى
আমিই প্রচারে নেমেছি কিছুটা
ধন্যবাদ আপনাকে! আলো থাকবেন....।
আল্লাহ যেন আমাকে ও সবাই কে ঈমানী শক্তি বাড়িয়ে দেন এও দোয়া চাই।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।
ভাল লাগার অনুভূতি ছড়িয়ে গেলেন! আপ্লুত আমি! আপনিউ ভাল থাকবেন অনেক!
আপনার লেখা আসে না কেন ব্লগার নাছির আলী? ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাই কে।
মন্তব্য করতে লগইন করুন