অমীয় কিছু বানী..........।
লিখেছেন লিখেছেন কাহাফ ১৫ অক্টোবর, ২০১৪, ০৯:০৯:৪৮ সকাল
"নিয়তীর পথ ধরে চলেছি শুধুই,পরিণাম কী তা জানি না"
মাথার অজানা এক জায়গায় প্রতিধ্বনি করছে কথা টা। কেন করছে.........!
ফেলে আসা অতীত আবার টানছে যেন........।
ফেইসবুক ওপেন করতেই টাইমলাইনে ভেসে আসলো.........
"মানুষের জীবনে বন্ধু হল ফুলের বাগানের মত। আদর-যত্ন-ভালবাসার পরিচর্যায় বাগান সতেজতায় সুগ্রান ছড়িয়ে ভরে দেয় চারিদিক। আর অবহেলা-অনাদরে তা মরে নিষ্প্রাণ হয়ে যায়।"
হয়তো আমার থেকে আবহেলা-অনাদর ই প্রকাশ পেয়েছে, আর তাই তো..................।
"আয়না ও ছায়ার মত বন্ধুই জীবনে প্রয়োজন।কেননা আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় যা।"
একজন প্রকৃত বন্ধু অর্জনে স্বীয় আত্মার উৎকর্ষ সাধ করতে হবে।
আসলে "অন্যের মাঝে যে বিষয়গুলো নিজের কাছে খারাপ লাগে,তা থেকে বেচে থাকাই আত্মার উৎকর্ষতার মূল উপাদান।"
"চিন্তার পরিশুদ্ধতা ও কথ্য ভাষার মিষ্টতা অবশ্য ই থাকতে হবে।কেননা এ দুটির অনুপস্হিতি সব অর্জন কে শেষ করে দেয়।"
মনে রাখতে হবে......
"সংকটাপন্ন সময় অযাচিত ভাবেই আসে এবং তা চলেও যায়।"
"আল্লাহর উপর পূর্ণ আস্হা রেখে দোয়া করা জরূরী।চরম মুহুর্তে তিনি ছাড়া কোন সহায় নেই।"
আমরা ভুলে গেলেও এটাই সত্যি যে,
"দুই পাহাড়ের মাঝে থাকলেও নসীরের বস্তু মিলবে,আবার নসীবে না থাকলে দু'ঠোটের মাঝ খান হতেও উধাও হয়ে যেতে পারে।"
আরেক টা কথা.......
"গাছ যত উচু হয় তার ছায়া তত ই ছোট হয়ে যায়।"
তাই উচ্চতার প্রতিযোগীতা না করে আমাদের কে 'বড়-মহান' হওয়ার আয়োজন করতে হবে।
বিষয়: বিবিধ
২১০৭ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্ততঃ আমি যেন এবানী গুলো অনুধাবন করতে পারি সেই দোয়া করবেন শ্রদ্ধেয় বুড়া মিয়া ভাই।
আপনার জন্যেও অনেক শুভ কামনা....
মন্তব্যের আংগিনায় আপনাকে স্বাগতম।
জাযাকাল্লাহ খাইর আপনাকে......
অসাধারণ সব বাণী সম্বলিত আপনার পোষ্টটি দেবার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।
এইগুলোর একটিও যদি আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করা যায়, তবে তা-ও অনেক বড় পাওনা।
সুন্দর লিখাটির জন্য অনেক অনেক শাধুবাদ আপনার প্রাপ্য।
আরো লিখে যান।
জাজাকাল্লাহু খাইর।
আমার জীবনেও যেন হয় এই দোয়া চাই।
উৎসাহে মোড়ানো নান্দনিক সুন্দর মন্তব্যের জন্য জাযাকাল্লাহ ও শুকরিয়া প্রিয় মামুন ভাই।
সাধুবাদ আপনার ই প্রাপ্য।
আল্লাহ আপনাদের সহায় হোন, আমিন।
ধন্যবাদ আপনাকে।
আপনাদের মত সৃজনশীল মানুষের উৎসাহ জীবনী শক্তি দেয় আমাকে।
ওয়া আলাইকুমুস্ সালাম মোহতারামা বোন সন্ধাতারা।
আপনাদের মত বড়মনের মানুষদের নান্দনিকতা পুর্ণ উৎসাহী মন্তব্য আমাদের কে সাহস যোগায় সামনে পা বাড়াতে।
পরম করুণাময়ের কাছে আপনাদের সর্বাংগীন ভালাই কামনা করছি সদা....
আপনাদের জন্যে শুধুই জাযাকুমুল্লাহু খাইরান....
আয়নার মত বন্ধু = জ্ঞান
ছায়ার মত বন্ধু = আল্লাহতায়ালা
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওয়া আলাইকুমুস্ সালাম শ্রদ্ধেয় আবু সাইফ ভাই।
বিশ্লেষণ ধর্মী অসাধারণ মন্তব্যের জন্য শুকরিয়া ও জাযাকাল্লাহ জানাচ্ছি।
ভালো থাকবেন অনেক....।
এই বিশ্বাস টা যেন নিজের ভিতর গেথে নিতে পারি-এই দোয়া করবেন শ্রদ্ধেয় সূর্যের পাশে হারিকেন.....
মন্তব্যের ময়দানে আপনার পদচারণ আমাদের কে সাহস যোগাবে অনেক।
জাযাকাল্লাহ খাইর.....।
অনুভূতি রেখে যাওয়ায় অনেক ধন্যবাদ....
জাযাকাল্লাহ খাইর আপনাকে।
ভাল লাগার শ্বেত পায়রারা ঝাক বেধে বসত গড়ুক আপনাদের জীবনী সামিয়ানায়- মহান করুণাময়ের কাছে এই আর্জি সদা।
আপনার উৎসাহী মন্তব্য সাহসের তরী সামনে আগাতে চায় যেন।
জাযাকাল্লাহু খাইরান আপনাকে....।
উৎসাহ মুলক মন্তব্যের পদচারণায় আপনাকেও অনেক শুভেচ্ছা ও জাযাকাল্লাহু খাইরান.....
আমার ব্লগাংগিনায় আপনাকে স্বশ্রদ্ধ স্বাগতম....
আপনাকেও ভাল লাগা রেখে যাওয়ায় অনেক শুভেচ্ছা ও জাযাকাল্লাহ.....।
ভালা লাগাময় সুন্দর অনুভূতি সব সময় আপনাকে ঘিরে রাখুক এই কামনা....।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মত বড় মনের মানুষদের ভাল লাগা আপ্লুত করেছে আমাকে। প্রেরণ যোগায় সামনে বাড়ার....।
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ...।
তাই উচ্চতার প্রতিযোগীতা না করে আমাদের কে 'বড়-মহান' হওয়ার আয়োজন করতে হবে!
খুব ভালো বলেছেন কাহাফ ভাই আসলেই প্রতিযোগীতা করতে হবে সকলের কল্যান সাধনে তাই যেন সবাই করতে পারে!
আপনার উৎসাহী সুন্দর মন্তব্য অনুরণিত হচ্ছে আমা-তে।
অনেক ভাল থাকবেন আপনারা এই দোয়া আমার।
অন্ততঃ আমিও যেন কিছুটা হলেও মানতে পারি এই দোয়া চাই শ্রদ্ধেয়া ঈপ্সিতা চৌধুরী আপু!
আপনার মন্তব্য আমাকে উৎসাহী করবে।
চমৎকার অজস্র ধন্যবাদ আপনাকেও শ্রদ্ধেয়@ বৃত্তের বাইরে.....।
ভালো থাকবেন অনেক......
আপনাকেও অনেক ধন্যবাদ.......।
আপনাকেও ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি.....।
মন্তব্য করতে লগইন করুন