....এখনো আমরা মুসলিম???

লিখেছেন লিখেছেন কাহাফ ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪০:২৬ দুপুর

মুসলিমদের অনৈক্য আর ঈমানী কমজোরীর কারণেই লতিফ সিদ্দিকীর মত কুলাংগার রা ইসলাম ও এর বিধান সম্পর্কে লাগামহীন বেফাস কুরুচিপূর্ণ বক্তব্য রাখার সাহস দেখাচ্ছে।

এটাই ওর প্রথম নয়,অনেক আগ থেকেই 'আজান-কোরআন-মসজিদ' সহ ইসলামী মুল্যবোধের বিরুদ্ধে বিষোদগার করে আসছে।শুরুতেই মুলোৎপাটন না করায় আজ এতো বাড় বেড়েছে।

ইসলামে মুরতাদের শাস্তি 'মৃত্যুদন্ড' প্রয়োগে রাষ্ট্রিয় নির্দেশনার প্রয়োজন থাকলেও, ইসলামের কুৎসা রটনা কারীর শাস্তি কার্যকরে এমন বাধা-নিষেধ নাই।

রাসুল সাঃ তথা ইসলামের বিরুদ্ধে সাহিত্য রচনায় কয়েক জন কাফেরের গুপ্ত হত্যা অনুমতি পাওয়া যায় তৎকালীন ইতিহাস পর্যালোচনায়।

নবী সাঃ অবমাননা করে লিখা 'রংগিলা রাসুল'এর রচয়িতা কে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে ফাসির দন্ডপ্রাপ্ত 'ওমর ফারুক' সর্বসম্মতি ক্রমে শহিদী মর্যাদা পেলে এই কুলাংগার কে হত্যা করলে শরয়ী ফায়সালা কী তা ওলামায়ে কেরামদের স্পষ্ট করতে হবে আজ।

দল-মত নির্বিশেষে এই কুলাংগারের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্হা করতে হবে।

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270203
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আমাদের দেশেও তো রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম স্বীকৃত। তবে কেন ইসলামের শরয়ী আইনে এই লোকের বিচার করা যাবে না?
এই ব্যাপারগুলো আমি একেবারে কম বুঝি, তাই আন্দাজে মন্তব্য করছি না। তবে আমাদের রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অবমাননা এবং ইসলামের অন্যতম মূল ভিত্তি হজ্জের বিরুদ্ধে বিষোদগার কোনো ভাবেই মেনে নিতে পারছি না। Good Luck Crying
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
214186
কাহাফ লিখেছেন :
রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম স্বীকৃত হলেও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়। শরিয়তের দন্ডবিধি প্রয়োগের জন্য ইসলামী রাষ্ট্র হতে হবে।যেমন মুরতাদের শাস্তি মৃত্যদন্ড কার্যকরে রাষ্ট্রের অনুমোদন লাগবেই।
তবে ইসলাম নিয়ে কুৎসা রটনা কারীর শাস্তি আমার মনে হয় যে কেউ কার্যকর করতে পারবে।
আল্লাহ আমাকে আপনাকে স হ সকল কে সঠিক পথ দেখান, আমিন।
ভালো থাকবেনGood Luck Good Luck
270205
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৪
214187
কাহাফ লিখেছেন :

ভালো লাগা রেখে গেলে চলবে না...!!
এসব কুলাংগারদের প্রতিরোধ করতে হবে।
ধন্যবাদ।
270211
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৭
214316
কাহাফ লিখেছেন :
এ সব নাস্তিকদের কে উপরে পাঠিয়ে প্লাস করে দিতে হবে।
ধন্যবাদ.....।Good Luck
270220
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৮
আফরা লিখেছেন : কিছুই হবে না মনে হয় তবু আশায় বুক বেধে আছি মুসলমানেরা এই অপমানের প্রতিশোধ নিবে ।ইনশা আল্লাহ ।
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫০
214317
কাহাফ লিখেছেন :
হয়তো আপনার কথাই ঠিক....!
আমরা মুসলিমদের ঈমানী বল একেবারেই কমে গেছে মনে হয় তাইতো........।
270223
৩০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
আতিক খান লিখেছেন : ভালো লাগল। তবে লীগ হতে কিছু আশা করে লাভ নেই।
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫২
214318
কাহাফ লিখেছেন :

দল-মত বাজী এমন ভাবে আমাদেরকে গ্রাস করছে যে দ্বীনি বিষয়েও দলের বাহিরে যেতে পারছি না আমরা।
আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমিন।
ভালো থাকবেন......।
270274
৩০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪২
ফাতিমা মারিয়াম লিখেছেন : আই ওয়াশ করেছে।
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৪
214319
কাহাফ লিখেছেন :

দ্বীনি বিষয় নিয়েও মুসলিম ঘরে জন্ম নিয়ে কিভাবে মানুষ আই ওয়াশ করে......! একটুও বুক কাপে না!!!
270299
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এ শহিদদের জিবনের বিনিময় গির্জা অনুসারিদের কাছে চেওনা,
যাদের রক্তের দাম কাবার চাইতেও বেশি।
হায় মুসলমান! তোমার কি স্মরন নাই আল্লাহর সেই বানি যে,
আল্লাহর সাথে কোন ইলাহ বা উপাস্যকে ডেকো না।

(করাচিতে রাসুল(সাঃ) কে নিয়ে অশ্লিল মন্তব্যকারি জনৈক নাথুরাম কে হত্যার অপরাধে মৃত্যদন্ডপ্রাপ্ত শহিদ আবদুল কাইয়ুম স্মরনে আল্লামা ইকবালের কবিতার শেষ দুই চরন।)
০১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৬
214320
কাহাফ লিখেছেন :

শহীদ আব্দুল কাইয়ুমদের মত কেউ কি এগিয়ে আসবে না......!!
270398
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২০
বুড়া মিয়া লিখেছেন : কাহাফ ভাই! রাষ্ট্র-পরিচালনার কোন যোগ্যতা আর এদের নাই, কিন্তু ক্ষমতা-তো লাগবে তাদের; আর এটা আকড়ে ধরে থাকার জন্য বর্তমান জামানায় ধর্ম-ব্যবসা বা এটা নিয়ে রাজনীতি খুব কাজে দেয় তাহা আকড়ে ধরে রাখতে – বিশেষ করে মুসলিম দেশগুলোয়; তাই এরকম কথাবার্তা বলে ... আর এ নিয়ে রাজনীতি করে
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৪
214339
কাহাফ লিখেছেন :
একদম ঠিক কথা বলেছেন @বুড়া মিয়া ভাই। নিজেদের ব্যর্থতা আড়াল করে জন গনের দৃষ্টি অন্য দিকে ফিরাতেই সহজ ব্যবসা 'ধর্ম' নিয়ে আজে-বাজে মন্তব্য করে এই সব কুলাংগার রা।
জনতা এখনো হুশ না হলে আরো করুণ পরিস্হিতি মোকাবেলা করতে হবে সামনে।
শারীরিক-আত্মিক সকল প্রকার সুস্হ্যতা কামনা করছি.....।
273378
১২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৩
egypt12 লিখেছেন : আল্লাহ্‌তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান!?
১২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৯
217445
কাহাফ লিখেছেন :
অপুর্ণ ঈমানের অধিকারী বলেই মুসলিমরা আজ নির্যাতিত, আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিন, আমিন।
নান্দনিক মন্তব্যের জন্য শুভ কামনা জানবেন ভাই......।Good Luck
১০
273398
১২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৯
শিশির ভেজা ভোর লিখেছেন : দল-মত নির্বিশেষে এই কুলাংগারের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সহমত
১২ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৩
217455
কাহাফ লিখেছেন :
এর জন্য আমাদের এক হতে হবে এবং নেক হতে হবে।
সহমত পোষণ করাও এক হওয়ার প্রাথমিক পর্যায়।
আল্লাহ তায়ালার কাছে আপনার সহ আমাদের সবার মংগল কামনা করছি।
ধন্যবাদ অনেক ব্লগার শিশির ভেজা ভোরGood Luck
১১
273783
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৪
নাছির আলী লিখেছেন : ইসলাম বিরোধীরা ধ্বংশ হোক।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৮
217748
কাহাফ লিখেছেন :
আভিনন্দিত শুভেচ্ছা আপনাকে। আল্লাহ যেন তাই করেন, আমিন।Good Luck
১২
274227
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আন্তর্জাতিক বেশ্যা তসলিমা
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫২
218140
কাহাফ লিখেছেন :
বেশ্যাদের চেয়েও আরো নিকৃষ্ট এই নারী। বেশ্যারাও তো লোক-লজ্জ্বায় নির্দিষ্ট এলাকায় থাকে কিন্তু এই কুত্তীর মাঝে তাও নেই।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File